কুড়িগ্রাম পৌরসভার চামড়ারগোলা আবাসিক এলাকায় রফিকুল ইসলামের বাড়িতে আইনের তোয়াক্কা না করে চলমান থাকা মোবাইল নেটওয়ার্ক টাওয়ারের কাজ বন্ধ ও অপসারণের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা।
শুক্রবার (২৬ মে) বেলা ১১টায় কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, স্থানীয় বাসিন্দা আব্দুস সামাদ, মনির হোসেন মনু, তিন্নিসহ অন্যারা।
এ সময় বক্তারা বলেন, নির্মাণাধীন মোবাইল নেটওয়ার্ক টাওয়ার লাগোয়া দেড় শতাধিক পরিবারের বসবাসসহ একশ গজের মধ্যে একটি উচ্চ বিদ্যালয়, আবাসিক হাফিজিয়া মাদ্রাসা, একটি মসজিদ ও টেরেডেস হোমের একটি হাসপাতাল রয়েছে। এ অবস্থায় মোবাইল টাওয়ারটি চালু করা হলে নিঃসৃত রেডিয়েশনে হৃদরোগ, ব্রেইনটিউমার, শিশুদের শারীরিক ও মানষিক সমস্যা ও ক্যান্সারের মতো রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনার কথা জানিয়ে অবিলম্বে টাওয়ার অপসারণের দাবি জানান বক্তারা।
টাওয়ার নির্মাণ বন্ধে পৌর মেয়র, জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দেয়ার পরও কাজ চলমান থাকায় মানববন্ধন করছেন বলে জানান তারা।
ইউনুস আলী/এমি/দীপ্ত নিউজ