জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, অতীতের মতো আবার পাতানো নির্বাচন হলে দেশ আবার ধ্বংসের দিকে যাবে।
বুধবার (৭ জানুয়ারি) সকালে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি একথা বলেন।
নায়েবে আমির বলেন, জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে ১১ দলের নির্বাচনি আসন সমঝোতা শিগগিরই হবে। জাতীয় নাগরিক পার্টি‘কে (এনসিপি) ১০ আসন দেয়ার দাবি কাল্পনিক।
তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেলেও এককভাবে সরকার গঠন করবে না বাংলাদেশ জামায়াত ইসলামী। নির্বাচন যেহেতু ১১ দলের সঙ্গে সমঝোতা করে হবে তাই সরকার গঠনে তাদের অংশীদারিত্ব থাকবে।
ডা. তাহের বলেন, গত এক–দুই সপ্তাহ ধরে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী যেভাবে একটি দলের প্রতি ঝুঁকে পড়েছে তাতে আশঙ্কা হচ্ছে আবারও একটি পাতানো নির্বাচন হতে যাচ্ছে কি না। পাতানো নির্বাচন হলে দেশ ধ্বংসের দিকে যাবে।
তিনি বলেন, তার (তারেক রহমান) নিরাপত্তা অবশ্যই দরকার কিন্তু প্রশাসন সবার প্রতি সমান দৃষ্টি দিচ্ছে না। এতে করে জনগণের কাছে সরকারের বৈষম্য স্পষ্ট হচ্ছে।
এসএ