বিশ্বকাপ থেকেই চোখের সমস্যায় ভুগছেন বাংলাদেশের পোস্টার বয় সাকিব আল হাসান। ব্যাট হাতে নিজের ফর্ম ফিরে পেতে মরিয়া দেশ সেরা এই অলরাউন্ডার। অনুশীলন করে যাচ্ছেন প্রতিনিয়ত। কারণ বিপিএলে হাসছে না সাকিবের ব্যাট। দুই ইনিংসে রান করেছেন মাত্র চার।
শনিবার (০৩ ফেব্রুয়ারি) সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ব্যাট করতে নেমেও ব্যর্থ সাকিব। প্রথম বলেই আউট হয়েছেন শূন্য রানে।
নিজেকে ফিরে পেতে কি না করছেন সাকিব। ছুটির দিনেও করছেন অনুশীলন। নিজের ভুলগুলো শুধরে নিতেই ছুটে যান গুরু সালাউদ্দিনের কাছে। দীর্ঘ সময় ধরে নেটে অনুশীলন করেছেন ছেলেবেলার কোচের সামনে। সমস্যা নিয়ে করেছেন আলোচনা। কোচ সালাউদ্দিনও হাতে কলমে শিষ্যকে দিয়েছেন ফিরে আসার টোটকা।
আরও পড়ুন: ‘ব্যাটিংয়ে ফিট না হতে পারেলে ক্রিকেটই ছেড়ে দেবে সাকিব’
শুক্রবার (২ ফেব্রুয়ারি) চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে উড়িয়ে দেয়ার পর প্রেস কনফারেন্সে আসেন কুমিল্লার কোচ সালাউদ্দিন। সেখানেই সাকিবের ব্যাটিং নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় দেশসেরা এ কোচকে।
সাকিব ব্যাটিংয়ে ফিরতে পারবেন কি না, এমন প্রশ্নের উত্তরে সালাউদ্দিন জানান, ‘সে যদি না–ই ফিরতে পারে, তাহলে তো ক্রিকেট খেলবে না। সে ফিরতে পারবে বলেই এখনো মাঠে আছে বলে আমি মনে করি।’
অন্যদিকে কয়েকদিন আগে সাকিবের ফিটনেস নিয়ে রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহানের মন্তব্য, উনি দলের সঙ্গে অনুশীলন করছেন। ইভেনচুয়ালি অফ–ডেতেও অনুশীলন করছেন। টুর্নামেন্টের শেষদিকে পুরোদমে সাকিব ভাইকে ব্যাটিংয়ে দেখতে পাব।
আল / দীপ্ত সংবাদ