কক্সবাজারের টেকনাফ সীমান্তের নাফনদী দিয়ে ফের বাংলাদেশে আশ্রয় নিয়েছেন অস্ত্র সজ্জিত মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি) ৪০ সদস্য। পরে তাদের নিরস্ত্র করে হেফাজতে নেয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (৪ মে) ভোরে সাবরাং, আচারবুনিয়া দিয়ে ১৫ জন এবং নাজিরপাড়া সীমান্ত দিয়ে ২২ জন বিজিপি সদস্য বাংলাদেশে এসে আশ্রয় নেন। পরে নাজিরপাড়া দিয়ে আরও ৩ জন সদস্য আশ্রয় নেন।
সাবরাং ইউনিয়নের চেয়ারম্যান নূর হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তবে এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, সবশেষ গত ২৫ এপ্রিল বাংলাদেশে আশ্রয় নেয়া ২৮৮ জন মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি ও সেনা সদস্যকে ফেরত পাঠায় বাংলাদেশ।
এসএ/দীপ্ত সংবাদ