ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) গুরুত্বপূর্ণ মুহূর্তে বড় ধাক্কা খেল মোহামেডান স্পোর্টিং ক্লাব। অনেক জল্পনা কল্পনার পর আজ দলের অধিনায়ক তাওহীদ হৃদয় মাঠে নামার পরই নতুন করে শাস্তির মুখে পড়েছেন। গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করায় তাকে লেভেল –১ অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে, পাশাপাশি নামের পাশে যুক্ত হয়েছে আরও ১টি ডিমেরিট পয়েন্ট।
এর ফলে হৃদয়ের মোট ডিমেরিট পয়েন্ট দাঁড়াল ৮, যা স্বয়ংক্রিয়ভাবে চার ম্যাচ নিষেধাজ্ঞার শাস্তি ডেকে আনে।
শনিবার (২৬ এপ্রিল) গাজী গ্রুপের বিপক্ষে খেলতে নেমে ডিমেরিট পয়েন্ট পেয়েছেন হৃদয়। যে কারণে নতুন করে ৪ ম্যাচ নিষিদ্ধ হলেন হৃদয়।
৮ ডিমেরিট পয়েন্ট হলে চার ম্যাচ নিষিদ্ধ হন ক্রিকেটাররা। ফলে শাস্তির খড়গ নেমে এসেছে তাওহীদ হৃদয়ের উপর। ডিপিএলের শিরোপা নির্ধারণী গুরুত্বপূর্ণ ম্যাচটিতে মোহামেডান তাদের অধিনায়ক তাওহীদ হৃদয়কে পাবে না। আগের শাস্তি এক বছরের জন্য স্থগিত করার পরদিনই নতুন করে এই শাস্তি পেলেন জাতীয় দলের এই ব্যাটার।
আল