ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক ও সিরিয়ায় আবারও ৬.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছে। সোমবার (২০ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত ৮টা ৪ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে বলে জানিয়েছে তুরস্কের ডিজাস্টার অ্যান্ড ইমার্জেন্সি এজেন্সি। এতে নতুন করে ৩ জন নিহত ও ২১৩ জন আহত হয়েছে।
চলতি মাসের শুরুর দিকে (৬ ফেব্রুয়ারি) তুরস্ক ও সিরিয়ার সীমান্তে পরপর ৭.৮ ও ৭.৬ মাত্রার দুটি বড় ভূমিকম্পের আঘাতে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৪৭ হজার। ভূমিকম্পের আফটার শকের প্রভাব কাটিয়ে উঠার আগেই দুই সপ্তাহ পরই আবারও ভূমিকম্প আঘাত হেনেছে।
ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটি ইতোমধ্যে বিধ্বস্ত তুরস্কের অন্যতম প্রদেশ হাতায়ে আঘাত হেনেছে। আরও জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।
এ ভূমিকম্পে হাতায় প্রদেশের রাজধানী আন্তাকিয়ায় বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। নতুন করে আরও ৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২১৩ জন। তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সোইলু এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ৬ ফেব্রুয়ারির ভোরে প্রথম ভূমিকম্পটি আঘাত হানার পর আরও অন্তত ৬ হাজার আফটারশক বা পরাঘাত রেকর্ড করা হয়েছে। সবশেষ ভূমিকম্পটি তেমনি একটি আফটারশক বলছেন তুর্কি কর্তৃপক্ষ। তবে বিশেষজ্ঞদের মতে, আগেরগুলোর তুলনায় এটা বেশি শক্তিশালী।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, তুরস্কের পাশাপাশি ভূমিকম্পটি সিরিয়া, মিশর ও লেবাননেও অনুভূত হয়েছে। তবে এতে এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
আফ/দীপ্ত সংবাদ