শীতের বাতাস ইতিমধ্যে চলমান জীবণে ধরা দিতে শুরু করেছে। দেখা মিলছে কুয়াশা, শুরু হচ্ছে নানান রকম প্রস্তুতি। এবার শীতের আনন্দ আরও প্রানবন্ত করার উদ্দেশ্যে ঢাকা মাতাতে আসছে পাকিস্তানি ব্যান্ড ‘কাভিশ’
আগামী ৫ই ডিসেম্বর (শুক্রবার) “WAVE FEST (Season 1) feel this winter” কনসার্ট —এ পারফর্ম করবে দলটি। রাজধানী মাদানি এভিনিউ শেফটেবিল কোর্ট সাইডে অনুষ্টিত হতে যাচ্ছে এ কনসার্ট।
অনেকটা সেমি ক্লাসিকালের সাথে মর্ডান সুফির অদ্ভুত সুন্দর কম্পোজিশনের গান দিয়ে বিগত প্রায় ২৭ বছর থেকে দর্শকদের মন জয় করে আসছে ব্যান্ডদল KAAVISH। তাদের উল্লেখযোগ্য গান গুলো হচ্ছে ‘ফাসলে‘, ‘তেরে পেয়ার মে‘ ইত্যাদি।
উক্ত কনসার্টে আরও পারফম করবে দেশের দুই জনপ্রিয় ব্যান্ড ‘শিরোনামহীন’ ও ‘মেঘদল’। অনুষ্ঠানটি প্রধান আয়োজক হিসাবে রয়েছেন প্রাইম ওয়েব কমিউনিকেশনস (PrimeWave Communications) এবং ডিজিটাল পার্টনার হিসেবে রয়েছেন Totteng Communications।
ইতিমধ্যে Tickticki.com এ পাওয়া যাচ্ছে অনলাইন টিকিট। দর্শকদের জন্য সিটিং এবং স্টান্ডিং দুটি ক্যাটাগরিরই টিকিট ব্যাবস্থা থাকছে।
প্রসঙ্গত, ১৯৯৮ সালে গায়ক জাফর জাইদি ও মাজ মাওদুদ মিলে গড়ে তোলেন ব্যান্ড কাভিশ। তাদের প্রথম অ্যালবাম ‘গুনকালি’ প্রকাশ পায় ২০০৯ সালে।
আফরিদ/এসএ