ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কাইয়ুম বলেন, আবরার ফাহাদ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আপসহীনতার প্রতীক। জুলাই বিপ্লবের বীজ তিনি বপন করে গেছেন এবং তরুণদের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে শিখিয়েছে।’
মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়, আর সি মজুমদার আর্টস অডিটোরিয়ামে ‘ভারতীয় আধিপত্যবাদ ও বাংলাদেশের সার্বভৌমত্ব: স্মরণে শহিদ আবরার ফাহাদ’ শীর্ষক সেমিনার ও ‘স্মরণে মননে শহিদ আবরার ফাহাদ’ শীর্ষক চিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতি বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডাকসু ভিপি বলেন, জীবিত অবস্থার চেয়ে শহীদ আবরার ফাহাদ অনেক বেশি শক্তিশালী। শহীদ তিনি দেখিয়েছেন কীভাবে আধিপত্যবাদ ও আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে হয়, কীভাবে ন্যায্যতার পক্ষে দাঁড়াতে হয়। শহীদ আবরার ফাহাদ আমাদের প্রেরণার বাতিঘর।
অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে ‘দৈনিক আমার দেশ‘ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেন,
“শহীদ আবরারের সঙ্গে আমার কিছু মিল আছে— আমরা দুজনেই বুয়েটের শিক্ষার্থী ছিলাম, শেরেবাংলা হলে থেকেছি এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছি। পার্থক্য হলো, তিনি নিজের প্রাণ দিয়ে শহীদ হয়েছেন, আমি তা পারিনি।”
তিনি আরও বলেন,, ‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের প্রথম শহিদ আবরার। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আবরারের মতো তরুণদের এখন সবচেয়ে বেশি প্রয়োজন।’
অনুষ্ঠান শুরুতে শহীদ আবরার ফাহাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। পরে উদ্বোধন করা হয় “স্মরণে মননে শহীদ আবরার ফাহাদ” শীর্ষক চিত্র প্রদর্শনী, যেখানে তরুণ শিল্পীরা আবরারের দেশপ্রেম, ন্যায়বোধ ও আদর্শকে শিল্পের মাধ্যমে ফুটিয়ে তোলেন।
ডাকসুর উদ্যোগে আয়োজিত এ সেমিনার ও প্রদর্শনী উদ্বোধন করেন শহীদ আবরারের বাবা মো. বরকত উল্লাহ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজাউল করিম রনি, শহীদের ভাই আবরার ফাইয়াজ, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি উপাচার্য ড. মো. আব্দুর রব প্রমুখ।
এসএ