আফগানিস্তান ও পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে সীমান্তে ফের সংঘর্ষ শুরু হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত থেকে কুররাম সীমান্ত এলাকায় এই সংঘাতের সূত্রপাত হয়।
নিরাপত্তা সূত্রে জানা যায়, আফগান তালেবান ও ফিতনা আল–খারিজ গোষ্ঠীর সদস্যরা বিনা উসকানিতে পাকিস্তানের সীমান্ত চৌকিগুলোর ওপর গুলি চালায়। পাল্টা জবাবে তাৎক্ষণিক ও তীব্র প্রতিক্রিয়া জানায় পাকিস্তান সেনাবাহিনী।
পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ জানায়, গোলাগুলিতে তালেবানদের একাধিক পোস্ট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং তাদের অবস্থান থেকে আগুনের শিখা উঠতে দেখা যায়। পাকিস্তানি সেনাদের পাল্টা হামলায় একটি ট্যাঙ্ক ধ্বংস হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তালেবান যোদ্ধারা তাদের পোস্ট ত্যাগ করে এলাকা ছেড়ে পালিয়ে যায়।
সূত্রগুলো আরও জানায়, কুররাম সেক্টরে আফগান তালেবানের আরও একটি পোস্ট ও ট্যাঙ্ক ধ্বংস করেছে পাকিস্তান সেনারা। এ সময় কয়েকজন আফগান সেনা নিহত হয় এবং বেশ কিছু মৃতদেহ ফেলে পালিয়ে যায় তারা।
পাকিস্তানি সূত্র দাবি করেছে, মাত্র এক ঘণ্টার মধ্যে শামশাদ পোস্টে তালেবানদের চতুর্থ ট্যাঙ্ক অবস্থানও গুঁড়িয়ে দেয় তাদের বাহিনী। এ অভিযানে ফিতনা আল–খাওয়ারিজ গোষ্ঠীর এক গুরুত্বপূর্ণ কমান্ডার নিহত হন।
অন্যদিকে, আফগানিস্তানের খোস্ত প্রদেশের নার্গসার পোস্টেও পাকিস্তানি বাহিনীর হামলায় একাধিক ট্যাঙ্ক ধ্বংস হয়। এতে তালেবান ও ফিতনা আল–খাওয়ারিজের বেশ কয়েকজন যোদ্ধা নিহত হন। হামলার পর পোস্টটি সম্পূর্ণ খালি হয়ে গেছে বলে জানা যায়।
পাকিস্তান দাবি করেছে, সাম্প্রতিক সংঘাতে আফগানিস্তানের অন্তত চারটি পোস্ট ধ্বংস হয়েছে এবং আফগান সেনা ও টিটিপি যোদ্ধাদের কয়েকজন নিহত হয়েছেন।
এর আগে, গত ১১ অক্টোবর পাকিস্তানের কয়েকটি এলাকায় হামলা চালিয়েছিল আফগান সেনারা। তখনও পাল্টা জবাব দিয়েছিল পাকিস্তানি বাহিনী। সেই সংঘাতে প্রায় ২০০ আফগান সেনা এবং পাকিস্তানের ২৩ সেনা সদস্য নিহত হওয়ার দাবি করেছে দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ অধিদফতর (আইএসপিআর)।