মেলবোর্নে বৃষ্টির জন্য পিছিয়ে গেল আফগানিস্তান বনাম নিউজিল্যান্ড ম্যাচের টস। বৃষ্টি থাকায় ম্যাচ কখন শুরু হবে, তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়। ম্যাচ শুরু হলেও ওভার সংখ্যা যে কমবে, তা একপ্রকার নিশ্চিত।
মোলবোর্নে লুকোচুরি খেলছে বৃষ্টি। যখনই পিচ থেকে কভার তোলা হবে বলে মনে করা হয়, পুনরায় বৃষ্টি এসে পরিকল্পনা জল ঢেলে দেয়। আপাতত যত সময় গড়াচ্ছে, ম্যাচ আয়োজন নিয়ে অশঙ্কা বাড়ছে ততই।
বুধবার মেলবোর্নে টি-২০ বিশ্বকাপের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের লড়াই ছিল ইংল্যান্ডের বিরুদ্ধে। একই মাঠে দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের লড়াই নিউজিল্যান্ডের বিরুদ্ধে। আয়ারল্যান্ড সুপার টুয়েলভে তাদের প্রথম ম্যাচে পরাজিত হয় শ্রীলঙ্কার কাছে। ইংল্যান্ড তাদের প্রথম ম্যাচে হারিয়ে দেয় আফগানিস্তানকে। তবে মেলবোর্নে ডাকওয়ার্থ-লুইস নিয়মে ইংল্যান্ডকে পরাজিত করে আয়ারল্যান্ড। অন্যদিকে নিউজিল্যান্ড তাদের প্রথম ম্যাচে দুর্দান্ত জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।