আফগানিস্তানের পূর্বাঞ্চলে ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ৬ মাত্রার এই কম্পনে অন্তত ৮০০ জন প্রাণ হারিয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছে কর্তৃপক্ষ। ধ্বংস হয়েছে অসংখ্য ঘরবাড়ি ও স্থাপনা।
ভয়াবহ বন্যার মধ্যেই আরেক প্রাকৃতিক দুর্যোগের শিকার আফগানিস্তান। রবিবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে দেশটির পূর্বাঞ্চলে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা– ইউএসজিএস জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬। এর কেন্দ্রস্থল জালালাবাদ থেকে ২৭ কিলোমিটার দূরে এবং ভূগর্ভের ৮ কিলোমিটার অভ্যন্তরে।
ইউএসজিএস আরও জানিয়েছে, মূল কম্পনটির পর ওই এলাকায় আরও ৩টি কম্পন হয়েছে। যেগুলোর সর্বোচ্চ মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ২।
প্রায় দেড়শ কিলোমিটার দূরে কাবুলেও কম্পনের ঢেউ লেগেছে। এ ছাড়া পাকিস্তানের ইসলামাবাদেও কম্পন অনুভূত হয়েছে।
তালেবান সরকার জানিয়েছে, তাদের সরঞ্জাম সীমিত। তাই ক্ষতিগ্রস্ত এলাকার জন্য আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন।
২০২৩ সালের ৭ অক্টোবর আফগানিস্তানে ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল। সেমময় কমপক্ষে ৪ হাজার মানুষ প্রাণ হারায়।