আফগানিস্তানের পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ২৫০ জন নিহত এবং ৫০০ এর বেশি মানুষ আহত হয়েছেন। সোমবার (১ সেপ্টেম্বর) তালেবান সরকারের তথ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা আনাদোলু এজেন্সিকে এই তথ্য নিশ্চিত করেছেন।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, স্থানীয় সময় রবিবার (৩১ আগস্ট) রাত ১১টা ৪৭ মিনিটে এই ভূমিকম্প হয়। এর উৎপত্তিস্থল ছিল জালালাবাদ থেকে ২৭ কিলোমিটার উত্তর–পূর্বে, ভূপৃষ্ঠের ৮ কিলোমিটার গভীরে। এরপর আরও তিনটি কম্পন অনুভূত হয়, যার মাত্রা ৪.৫ থেকে ৫.২ রিখটার স্কেলে ছিল।
কুনার প্রদেশের নুর গাল, সাওকি, ওয়াটপুর, মানোগি ও চাপা দারা জেলায় সবচেয়ে বেশি হতাহতের খবর পাওয়া গেছে। তবে বহু দূরবর্তী এলাকার সঙ্গে যোগাযোগ এখনো স্থাপন করা সম্ভব হয়নি, তাই হতাহতের সংখ্যা চূড়ান্ত নয়। ভূমিধসের কারণে কিছু সড়ক বন্ধ থাকায় উদ্ধার কাজে সমস্যা হচ্ছে।
আন্তর্বর্তী প্রশাসনের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানিয়েছেন, স্থানীয় কর্মকর্তা ও বাসিন্দারা উদ্ধার কাজে নিয়োজিত রয়েছেন, এবং কেন্দ্রীয় ও আশপাশের প্রদেশ থেকে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। মানুষের জীবন বাঁচাতে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। ত্রাণ সংস্থাগুলোকে দুর্গম পাহাড়ি এলাকায় সাহায্যের আহ্বান জানানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, সড়ক বন্ধ থাকায় আপাতত উদ্ধার কাজ আকাশপথে করতে হচ্ছে। তালেবান কর্মকর্তারা সীমিত সম্পদ নিয়ে কাজ করছেন এবং আন্তর্জাতিক সংস্থার হেলিকপ্টার সহযোগিতা চাচ্ছেন।