আফগানিস্তানে কয়েকদিনের ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় অন্তত ৩৩ জনের মৃত্যু হয়েছে। আহত হন আরও ২৭ জন। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয় পশ্চিম ফারাহ, হেরাত, কান্দাহার ও জাবুল প্রদেশ। বেশিরভাগ মৃত্যুই বাড়ির ছাদ ধসের কারণে হয়েছে। আফগান দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মুখপাত্র আরও জানান, আকষ্মিক বন্যার ফলে প্রায় ৮০০ হেক্টর কৃষি জমি ও ৬০০ কিলোমিটার সড়ক ক্ষতির মুখে পড়েছে।
আফগানিস্তানের বেশিরভাগ প্রদেশে আগামী দিনে আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে সতর্ক করেছে দেশটির আবহাওয়া দপ্তর।
বন্যায় সব থেকে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে পশ্চিম ফারাহ, হেরাত, কান্দাহার ও জাবুল প্রদেশ। বেশির ভাগ মৃত্যুই বাড়ির ছাদ ধসের কারণে হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে অর্ধশতাধিক বাড়িঘর। এছাড়াও প্রায় ২০০টি গৃহপালিত পশুর মৃত্যু হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মুখপাত্র জানিয়েছেন প্রায় ৮০০ হেক্টর কৃষি জমি ও ৬০০ কিলোমিটার রাস্তা ক্ষতির মুখে পড়েছে। আফগানিস্তানের বেশিরভাগ প্রদেশে আগামী দিনে আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে সতর্ক করেছে দেশটির আবহাওয়া দপ্তর। ৩৪টি প্রদেশের সিংহভাগই এই বৃষ্টিতে বিপর্যস্ত হবে বলেও আশঙ্কা করা হচ্ছে।
আল / দীপ্ত সংবাদ