ঘরের বাইরে পুরুষ অভিভাবক ছাড়া কোনকিছুই সম্ভব নয় আফগানিস্তানে। অথছ সেখানে শুধু নারীদের নিয়ে এবং নারীদের জন্য বিশাল এক রেস্তোরাঁ খোলা হয়েছে। কোনো পুরুষ ঢোকার অনুমতি নেই ওই রেস্তোরাঁয়। সব কাজের দায়িত্ব পালন করছেন নারীরা।
২০২১ সালে ফের আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয় তালেবান। তখন থেকে আজ অব্দি দেশটির নারীদের ওপর একের পর এক বিধিনিষেধ আরোপ করে চলেছে। এমন অবস্থায় ভিন্নধর্মী এক উদ্যোগ নিয়েছেন সামিরা মোহাম্মাদি। আফঘানিস্তানের রাজধানী কাবুলে শুধুমাত্র নারীদের জন্য এক বিশাল রেস্তোরাঁ খুলেছেন তিনি।
এক গ্রাহক বলেন,”সামিরার উদ্যোগকে স্বাগত জানাই। ও এমন এক সময় এই রেস্তোরাঁ চালু করেছে যা আসলেই সাহসিকতার পরিচয় দেয়। আর আমি এখানকার কর্মী এবং সামিরার উদ্যোগ যাতে সফল হয় তাই প্রায় প্রতিদিন আসি। “
সামিরা মোহাম্মাদি রেস্তোরাঁ মালিক বরেন,”তালেবান নিয়ন্ত্রণ নেয়ার পর আমি আমার আশপাশের নারীদের মধ্যে বিষণ্ণতা দেখতে পাই। সেইখান থেকেই আমার এই উদ্যোগ। আমি আমার আশপাশের নারীদের নিজেদের অস্তিত্ব তৈরিতে সাহায্য করতে চাই। তাদেরকে স্বাবলম্বী করে তুলতে চেয়েছি। “
তিনি আরও জানান ,তাঁর রেস্তোরাঁয় কর্মরত বেশিরভাগ কর্মী অভিবাবকহীন। তিনি জানান স্বামী হারা , এতিম এসব নারীর ক্ষমতায়ণে তাঁর এই রেস্তোরাঁ বিশেষ ভূমিকা রাখবে।
যূথী / দীপ্ত সংবাদ