আরব আমিরাতে শুরু হচ্ছে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৯টায় শারজা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম ম্যাচটি।
টি–টোয়েন্টির অতীত সমীকরণে বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে আফগানিস্তান। দুই দল অতীতে ১৩ ম্যাচে অংশ নেয়। তার মধ্যে ৭টিতে জয় পায় আফগানরা। আর ৬টিতে জয় পায় বাংলাদেশ।
দ্বিপাক্ষিক এই সিরিজের আগে সবশেষ এশিয়া কাপে দুই দল মুখোমুখি হয়। আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরে খেলা নিশ্চিত করে বাংলাদেশ। তবে সুপার ফোরে শ্রীলংকাকে বিদায় করে দিয়ে ভারত এবং পাকিস্তানের কাছে হেরে ফাইনালের আগেই বিদায় নেয় টাইগাররা।
আফগানদের বিপক্ষে প্রথম ম্যাচের ব্যাটিং অর্ডারে সাইফের সঙ্গী হতে পারেন তানজিদ হাসান তামিম। সৌম্য সরকার তিন নম্বরে লিটনের ভূমিকা নিতে পারেন। তাওহিদ হৃদয়, জাকের, শামীমরা মিডল অর্ডারে। বোলিং বিভাগে মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিবের সঙ্গে বাঁহাতি নাসুম আহমেদ ও রিশাদ হোসেনকে দেখা যেতে পারে। কারণ এশিয়া কাপে আফগানদের বিপক্ষে নাসুমই জয়ের ভিত গড়ে দিয়েছিলেন।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: জাকের আলী (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, সাইফ হাসান, সৌম্য সরকার, শামীম হোসেন পাটওয়ারী, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিব।
আফগানিস্তানের সম্ভাব্য দল: রহমানউল্লাহ গুরবাজ, মোহাম্মদ ইসহাক, সাদিকুল্লাহ অটল, ইব্রাহিম জাদরান, রশিদ খান (অধিনায়ক), শরফুদ্দিন আশরাফ, মুজিব উর রহমান, মোহাম্মদ নবি, আজমতুল্লাহ ওমরজাই, ফরিদ মালিক ও নুর আহমদ।