এশিয়া কাপে টিকে থাকার লক্ষ্য নিয়ে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ‘বি’ গ্রুপে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক লিটন দাস।
বাংলাদেশ এই ম্যাচের একাদশে এনেছে ৪টি পরিবর্তন। একাদশে সুযোগ পেয়েছেন তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, সাইফ হাসান, নুরুল হাসান সোহান। জায়গা হারিয়েছেন তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, পারভেজ হোসেন ইমন, শেখ মাহেদী হাসান।
গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে হংকংকে ৭ উইকেটে হারিয়ে জয় দিয়ে এশিয়া কাপের চলমান আসর শুরু করে বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচেই হোঁচট খায় টাইগাররা। শ্রীলঙ্কার কাছে হারে ৬ উইকেটে।
আসরে ২ ম্যাচ খেলে বাংলাদেশের সংগ্রহে আছে ২ পয়েন্ট। সুপার ফোরের আশা বাঁচিয়ে রাখতে এই ম্যাচে জিততেই হবে বাংলাদেশকে। আর সেটি করতে ব্যর্থ হলে চলমান এশিয়া কাপ থেকে বিদায় ঘণ্টা বাজবে টাইগারদের।
২০১৪ সালে মিরপুরে সহযোগী দেশ হিসেবে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ খেলে বাংলাদেশের। ১১ বছর পেরিয়ে এখন সেই লড়াইয়ে ১২ ম্যাচের ৭টিতেই জিতে বড় ব্যবধানে এগিয়ে আছে আফগানিস্তান। এর মধ্যে সব সংস্করণেই আফগানিস্তানের বিপক্ষে এমন কিছু হারের সাক্ষী বাংলাদেশ হয়েছে, যা বেদনা বাড়িয়েছে কয়েকগুণ।
বাংলাদেশ একাদশ :
লিটন দাস, তানজিদ তামিম, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ।
আফগানিস্তান একাদশ :
রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, সেদিকউল্লাহ আতাল, করিম জানাত, আজমতউল্লাহ ওমরজাই, রশিদ খান (অধিনায়ক), মোহাম্মদ নবী, গুলবদিন নাইব, নুর আহমেদ, ফজলহক ফারুকি ও এএম গজনফর।