দ্বিতীয় দিনের শুরুতে আফগানদের পেস তাণ্ডবে মাত্র ২০ রানে শেষ পাঁচ উইকেট হারালো বাংলাদেশ। প্রথম ইনিংস শেষে বাংলাদেশের সংগ্রহ ৩৮২ রান।
অভিষেকেই ৫ উইকেট নিয়ে মিরপুর টেস্টটা স্মরণীয় করে রাখলেন আফগান পেসার নিজাত মাসুদ।
আমির হামজার পর দ্বিতীয় আফগান বোলার হিসেবে অভিষেকে ৫ উইকেট পেলেন নিজাত মাসুদ। প্রথম দিনে প্রথম বলে উইকেট পেয়ে রেকর্ড গড়েছিলেন নিজাত ।
দ্বিতীয় দিনের শুরুতেই নতুন বল হাতে নিয়েই তাণ্ডব শুরু করে আফগান পেসাররা। প্রথম দিনের দুই সেট ব্যাটার মুশফিক ও মিরাজকে প্যাভিলিয়নে ফেরানোর পর তাইজুলকেও বোকা বানিয়ে আউট করেন আফগান পেসার নিজাত মাসুদ।
তবে প্রথম দিনে জয় ও শান্তর দারুণ ব্যাটিংয়ের উপর ভর করে বড় সংগ্রহই তুলে নিয়েছে বাংলাদেশ। জয় ৭৬ করে আউট হলেও, ১৪৬ রানে কাঁটা পড়েন ওয়ানডেতে দুর্দান্ত ফর্মে থাকা শান্ত।
প্রথম দিনের আফগান বোলারদের এলোমেলো বোলিংয়ের পর দ্বিতীয় দিনে দারুণ ভাবে ঘুরে দাঁড়িয়েছে তারা। দিনের শুরু থেকেই দারুণ লাইন ও লেন্থে পরাস্ত হয় টাইগার ব্যাটসম্যানরা।
নিজাতের ৫ উইকেট ছাড়াও ইয়ামিন আহমদজাই নিয়েছেন ২ উইকেট এবং একটি করে উইকেট পেয়েহেন জাহির খান, আমির হামজা এবং রহমত শাহ।
এসএ/দীপ্ত নিউজ