শনিবার, জানুয়ারি ৩, ২০২৬
শনিবার, জানুয়ারি ৩, ২০২৬

আপনার হ্যান্ডসেটটি কি বৈধ? যাচাই করুন এক মিনিটেই

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

সম্প্রতি দেশে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) ব্যবস্থা চালুর পর মোবাইল নেটওয়ার্কে লাখ লাখ ‘ক্লোন’ ও নকল আইএমইআই (IMEI) যুক্ত ফোনের অস্তিত্ব পাওয়া গেছে। এই পরিস্থিতিতে আপনার ব্যবহৃত বা নতুন কেনা ফোনটি বৈধ কি না, তা যাচাই করা এখন অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে। বিটিআরসির তথ্য অনুযায়ী, অবৈধ বা নকল হ্যান্ডসেট যেকোনো সময় নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে।

আপনার হাতে থাকা হ্যান্ডসেটটি বৈধভাবে দেশে আমদানি করা হয়েছে কিনা তা জানতে নিচের ধাপগুলো অনুসরণ করুন:

ধাপ ১: আইএমইআই নম্বর খুঁজে বের করুন আপনার ফোনের ডায়াল প্যাডে গিয়ে *#০৬# টাইপ করুন। সাথে সাথেই স্ক্রিনে ১৫ ডিজিটের আইএমইআই নম্বরটি ভেসে উঠবে। নম্বরটি লিখে রাখুন বা কপি করুন। এছাড়া ফোনের বক্সে বা ব্যাটারির নিচের স্টিকারেও এই নম্বরটি পাওয়া যায়।

ধাপ ২: মেসেজ অপশনে গিয়ে যাচাই মোবাইলের মেসেজ অপশনে গিয়ে বড় হাতের অক্ষরে লিখুন KYD <স্পেস> ১৫ ডিজিটের আইএমইআই নম্বর। উদাহরণ: KYD 123456789012345

ধাপ ৩: ১৬০০২ নম্বরে পাঠানো মেসেজটি লিখে ১৬০০২ নম্বরে পাঠিয়ে দিন। ফিরতি এসএমএসএ বিটিআরসি আপনাকে জানিয়ে দেবে ফোনটি তাদের ডাটাবেজে নিবন্ধিত আছে কি না।

অনলাইনে যাচাই করার পদ্ধতি:

আপনি চাইলে অনলাইনেও বিটিআরসির অফিসিয়াল পোর্টাল থেকে ফোন যাচাই করতে পারেন: . neir.btrc.gov.bd লিংকে প্রবেশ করুন। ২. আপনার মোবাইল নম্বর দিয়ে একটি অ্যাকাউন্ট তৈরি করে লগইন করুন। ৩. সেখানে আইএমইআই নম্বরটি প্রদান করলে ফোনের বিস্তারিত তথ্য ও বৈধতা দেখতে পাবেন।

নতুন ফোন কেনার সময় আপনার করণীয়

. ফোন কেনার আগে অবশ্যই বক্সের গায়ের আইএমইআই নম্বর দিয়ে উপরে উল্লিখিত উপায়ে যাচাই করে নিন। ২. বিক্রেতার কাছ থেকে অবশ্যই টাকা প্রাপ্তির রশিদ (Invoice) সংগ্রহ করুন এবং তা যত্ন করে রাখুন। ৩. ক্লোন বা নকল ফোন কেনা থেকে বিরত থাকতে নামী ব্র্যান্ডের আউটলেট বা অনুমোদিত ডিলার থেকে কেনাই নিরাপদ।

কেন বৈধ ফোন ব্যবহার জরুরি?

নিরাপত্তা: অপরাধীরা সাধারণত অবৈধ বা ক্লোন ফোন ব্যবহার করে থাকে। বৈধ ফোন ব্যবহারের মাধ্যমে আপনি ডিজিটাল জালিয়াতি ও ট্র্যাকিং থেকে সুরক্ষিত থাকেন।

স্বাস্থ্যঝুঁকি: নকল ফোনে রেডিয়েশন বা বিকিরণের মাত্রা পরীক্ষা করা হয় না, যা মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর হতে পারে।

সেবার নিশ্চয়তা: অবৈধ ফোন নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন হলে আপনি কোনো ওয়ারেন্টি বা সরকারি সহায়তা পাবেন না।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More