আজ সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫; ১৭ ভাদ্র, ১৪৩২ বাংলা। আপনার রাশিচক্র অনুযায়ী আজকের দিনটি কেমন কাটতে পারে? দৈনন্দিন জীবনে ব্যক্তিগত ও পেশাগত ক্ষেত্রে যেসব বিষয় আপনাকে সচেতন থাকতে হবে, সেই অনুযায়ী পরিকল্পনা করুন।
মেষ (২১ মার্চ – ২০ এপ্রিল):
অতিরিক্ত আশার কারণে বিবাদ বাধতে পারে। কর্মক্ষেত্রে দায়িত্ব পালনে কিছু অশান্তি দেখা দিতে পারে।
বৃষ (২১ এপ্রিল – ২১ মে):
সম্পত্তি সংক্রান্ত আইনি সাফল্য আসতে পারে। বাড়িতে বিরোধী মনোভাব ত্যাগ করা উচিত।
মিথুন (২২ মে – ২১ জুন):
বিবাদ মারামারি পর্যন্ত যেতে পারে। ব্যবসা ভালো চললেও চিন্তা থাকবে।
কর্কট (২২ জুন – ২২ জুলাই):
সকালবেলা অশান্তির জন্য মন ভালো থাকবে না। কর্মজগতে জনপ্রিয়তা বাড়তে পারে।
সিংহ (২৩ জুলাই – ২৩ আগস্ট):
বাড়িতে ভালো সংবাদ আসতে পারে। নতুন কর্মের সন্ধান করতে হতে পারে।
কন্যা (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর):
অতিরিক্ত কাজের জন্য ক্লান্তি আসতে পারে। প্রতিবেশীর সহায়তায় ব্যবসায় উপকার পেতে পারেন।
তুলা (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর):
মানসিক উদ্বেগের কারণে কাজ ব্যাহত হতে পারে। প্রিয়জনের চিকিৎসায় অর্থ ব্যয় হতে পারে।
বৃশ্চিক (২৪ অক্টোবর – ২২ নভেম্বর):
অপরকে সুখী করতে গিয়ে নিজেকে আত্মত্যাগ করতে হতে পারে। অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে আইনি সুরক্ষা পেতে পারেন।
ধনু (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর):
সুনামের সুযোগ আছে। অতিরিক্ত লোভ বিপদ ডেকে আনতে পারে।
মকর (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি):
বন্ধুদের বিষয়ে সতর্ক থাকুন, অশান্তি বাড়তে পারে। অন্যের নামে সমালোচনা এড়িয়ে চলুন।
কুম্ভ (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি):
ব্যবসায় শ্রীবৃদ্ধির যোগ আছে। সহায়তার বিনিময়ে অপমান পেতে হতে পারে।
মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ):
বাড়িতে অশান্তির জন্য পাড়ার লোকের কাছে হাসির পাত্র হতে পারেন। চাকরিতে সুনাম বৃদ্ধি পেতে পারে।