নক্ষত্রের অবস্থান আমাদের জীবনের নানা ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে। প্রেম, স্বাস্থ্য, চাকরি, আর্থিক অবস্থা কিংবা পারিবারিক সম্পর্ক—সব কিছুতেই থাকতে পারে চমক বা সতর্ক সংকেত। দেখে নিন আজকের রাশিফল।
মেষ (২১ মার্চ–২০ এপ্রিল):
প্রতিবেশীদের সঙ্গে বুদ্ধিমত্তার সঙ্গে চলতে হবে। ঋণের চাপ বাড়তে পারে, তাই খরচে সংযম জরুরি।
বৃষ (২১ এপ্রিল–২০ মে):
আধ্যাত্মিক কোনো কাজে যোগ দেয়ার সম্ভাবনা আছে। সহকর্মীর কৌশলী আচরণে সাবধান থাকুন।
মিথুন (২১ মে–২০ জুন):
অতিরিক্ত আবেগ কাজ পণ্ড করতে পারে। শিক্ষাক্ষেত্রে সাফল্যের যোগ রয়েছে।
কর্কট (২১ জুন–২০ জুলাই):
প্রেমে জটিলতা আসতে পারে। বিনিয়োগে লাভের সম্ভাবনা দেখা দিলেও ভেবে–চিন্তে সিদ্ধান্ত নেয়া ভালো।
সিংহ (২১ জুলাই–২১ আগস্ট):
পারিবারিক দায়িত্ব বেড়ে যেতে পারে। নতুন কারো সহায়তায় সমস্যার সমাধান মিলবে।
কন্যা (২২ আগস্ট–২২ সেপ্টেম্বর):
পরিবারে মতবিরোধের সম্ভাবনা। সৃজনশীল কাজে মন বসবে, নতুন সুযোগ আসতে পারে।
তুলা (২৩ সেপ্টেম্বর–২২ অক্টোবর):
বন্ধুদের কারো কারণে ক্ষতি হতে পারে। হারিয়ে যাওয়া কোনো জিনিস ফেরত পেতে পারেন।
বৃশ্চিক (২৩ অক্টোবর–২১ নভেম্বর):
আইনি বা প্রশাসনিক জটিলতা থেকে বের হতে পারবেন। প্রতিযোগিতামূলক কাজে জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে।
ধনু (২২ নভেম্বর–২০ ডিসেম্বর):
আত্মবিশ্বাসে ভর করে এগোলে সাফল্য মিলবে। পারিবারিক বিষয়ে সতর্কতা প্রয়োজন।
মকর (২১ ডিসেম্বর–১৯ জানুয়ারি):
চিকিৎসা সংক্রান্ত খরচ বাড়তে পারে। অফিসে কর্তৃপক্ষের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে।
কুম্ভ (২০ জানুয়ারি–১৮ ফেব্রুয়ারি):
কথাবার্তায় সংযম বজায় রাখুন। সন্তানদের নিয়ে দুশ্চিন্তা থাকলেও তা সাময়িক।
মীন (১৯ ফেব্রুয়ারি–২০ মার্চ):
শিক্ষা ও সৃজনশীলতায় উজ্জ্বল সম্ভাবনা। মানসিক নিঃসঙ্গতা অনুভব করতে পারেন।