বুধবার, অক্টোবর ১৫, ২০২৫
বুধবার, অক্টোবর ১৫, ২০২৫

কষ্ট করে হলেও আপনারা কেন্দ্রে যাবেন: মাশরাফি

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী দলটির যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাশরাফি বিন মুর্তজা বলেছেন, ‘আপনারা কষ্ট করে হলেও কেন্দ্রে যাবেন। অবশ্যই আমি আপনাদের ভোটেই সংসদ সদস্য হতে চাই। আপনাদের প্রত্যেকের ভোটটা খুবই জরুরি। আপনারা কেন্দ্রে যাবেন এবং ভোটটা দিবেন।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের দরিমিঠাপুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এক পথসভায় এসব কথা বলেন মাশরাফি।

এসময় সকলের কাছে দোয়া চেয়ে মাশরাফি বলেন, ‘আপনারা আমার জন্য দোয়া করবেন। আর আমার যা করণীয় কাজ আছে আমি সুযোগ পেলে অবশ্যই সে কাজগুলো আবার শেষ করব। আপনারা সবাই দোয়া কইরেন।

প্রসঙ্গত, হাঁটুর ইনজুরির কারণে অন্যদের চেয়ে দেরিতে প্রচারণায় নেমেছেন মাশরাফি। গত ২৪ ডিসেম্বর বিকেলে মধুমতী সেতু পার হয়ে নড়াইলে প্রবেশ করে বিভিন্ন স্থানে পথসভার মধ্য দিয়ে প্রচারণা শুরু করেন। এরপর গত দুইদিন দিনরাত এক করে প্রচারণা করেছেন। আজ তৃতীয় দিনের মত প্রত্যন্ত অঞ্চলের ভোটারদের কাছে ছুটে যাচ্ছেন তিনি।

 

আরও পড়ুন: মাশরাফির আয় কমে অর্ধেক, গড়েননি নতুন সম্পদ

 

রাজু শেখ / আল/ দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More