আনন্দ-উৎসবে হয়ে গেলো ”বুয়েট এলামনাই মহাপুনর্মিলনী”। গতকাল প্রতিষ্ঠানটির খেলার মাঠের এই আয়োজনে, পুরনো বন্ধু ও পরিচিতজনদের কাছে পেয়ে, তারুণ্যের দিনগুলোতে ফিরে যান অনেকে। হয়ে পড়েন আবেগাপ্লুত।
”এসো মিলি প্রাণে প্রাণে” শিরোনামে শুক্রবার আয়োজন করা হয় ”বুয়েট এলামনাই মহাপুনর্মিলনী- ২০২৩”। সকাল থেকে দেশসেরা বিদ্যাপীঠ বুয়েটের খেলার মাঠে একত্রিত হন প্রতিষ্ঠানটির প্রাক্তন শিক্ষার্থীরা।
নবীন-প্রবীণদের পদচারণা আর গল্প-গুজবে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। ১০টার দিকে জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয় মূল আনুষ্ঠানিকতা। পরে গল্পে মেতে ওঠেন পুরনো বন্ধুরা। সবার চোখেমুখে স্মৃতিময় আনন্দের ঝিলিক।
এই আয়োজন সামাজিক বন্ধন সুদৃঢ় করবে, এমনটিই বলছেন সদ্য পাশ করা শিক্ষার্থীরা। প্রধান অতিথি বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও অর্থনীতিবিদ মোহাম্মদ ফরাসউদ্দিন শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের গুরুত্ব তুলে ধরেন।
আয়োজকদের কণ্ঠে উঠে আসে প্রতিষ্ঠানটির আলোকিত মানুষদের কথা। নাগরদোলা ও বায়োস্কোপ মহাপুনর্মিলনী অনুষ্ঠানে যোগ করে বাড়তি মাত্রা।