নরসিংদী রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আ. লীগের দুই পক্ষের সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাত ও গুলিবিদ্ধ হয়ে নারীসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।
শনিবার (৭ ডিসেম্বর) সকালে জেলার রায়পুরা উপজেলার মেথিকান্দা এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন– চান্দেরকান্দি ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মানিক মিয়া (৫০) ও সাবেক নারী ইউপি সদস্য কল্পনা বেগম (৩২)।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানান, দীর্ঘদিন আধিপত্য বিস্তার ও গোষ্ঠীগত দ্বন্দ্বের জেরে উপজেলা যুবলীগ নেতা আবিদ হাসান রুবেল ও রায়পুরা পৌর আ. লীগ সহ–সভাপতি হারুন অর রশিদের সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে দুই পক্ষের সংঘর্ষ শুরু হলে গুলিবিদ্ধ হয়ে সাবেক ইউপি সদস্য কল্পনা বেগম মারা যান।
স্থানীয়রা আরও জানান, সংঘর্ষের সময় রুবেলের চাচা মানিক মিয়া পার্শ্ববর্তী চান্দেরকান্দি ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার বশির উদ্দিনের বাড়িতে আশ্রয় নেন। এ সময় হারুন অর রশিদের সমর্থকরা তাকে বশির উদ্দিনের বাড়ির উঠানে কুপিয়ে হত্যা করে
নরসিংদী পুলিশ সুপার আব্দুল হান্নান বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষ সংঘর্ষে জড়ায়। এতে দুইজন নিহত হয়েছেন। তবে নিহতের সংখ্যা বাড়তে পারে।
উল্লেখ্য, জোড়া হত্যাকাণ্ডের পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা অবস্থান করছে।
এসএ