মামলার হাজিরা দিতে এসে আদালতের হাজতখানার টয়লেটে পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছেন সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।
সোমবার (২৬ মে) দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলায় হাজিরা দিতে এসে এ ঘটনা ঘটে।
জানা গেছে, আদালতের হাজতখানার টয়লেটে পড়ে গিয়ে অ্যাডভোকেট কামরুল ইসলামের মাথা ফেটে যায়। পরে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে হাজতখানার পুলিশের সহযোগিতায় প্রিজনভ্যানে করে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়।
এবিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রসিকিউশন বিভাগের উপ–কমিশনার (ডিসি) তারেক জোবায়ের যুগান্তরকে বলেন, উনি হাই প্রেসারের রোগী। আগে থেকেই একটু অসুস্থ ছিলেন। আজ মামলার ধার্য তারিখে তাকে আদালতে হাজির করা হয়। হাজতখানায় আনার পর কামরুল ইসলাম টয়লেটে যান। হাই প্রেসার থাকায় উনি মাথা ঘুরে টয়লেটে পড়ে যান। আঘাত প্রাপ্ত হন। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে আদালতের অনুমতি সাপেক্ষে কেরানীগঞ্জ কারা হাসপাতালে পাঠিয়েছি।
আল