৭৯
আদালতের নির্দেশনার পর কোটা নিয়ে আন্দোলনের কোনও অবকাশ নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মহিদ উদ্দিন।
বৃহস্পতিবার (১১ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগে আয়োজিত জরুরি এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
শিক্ষার্থীদের প্রতি অনুরোধ করে জানান, আন্দোলনকারীরা আর নতুন করে জনদুর্ভোগ সৃষ্টির মতো কর্মসূচি দেবেন না, অন্তত এই চার সপ্তাহ।
বলেন, এরপরেও যদি আন্দোলনের নামে জনদুর্ভোগ সৃষ্টি করা হয়, তাহলে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করবে বাংলাদেশ পুলিশ।
রুবায়েত হাসান/ সুপ্তি/ দীপ্ত সংবাদ