ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমণি আদালতে আত্মসমর্পণের পর জামিন পেয়েছেন। সোমবার (২৭ জানুয়ারি) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করেন তিনি। এর আগে রবিবার (২৬ জানুয়ারি) তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল।
পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী জানান, ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে হত্যাচেষ্টা ও মারধরের মামলায় আত্মসমর্পণ করে তিনি জামিন পান। আদালত সময় আবেদন নামঞ্জুর করে চার্জশিট গঠনের নির্দেশ দেন।
২০২১ সালের ৬ জুলাই ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব হাসানের আদালতে বোট ক্লাবের সভাপতি ও ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। মামলার অভিযোগে বলা হয়, ২০২১ সালের ৯ জুন রাত ১২টার কিছু পরে পরীমণি তার সহযোগীদের নিয়ে ঢাকা বোট ক্লাবে যান। সেখানে নাসির উদ্দিন ও তার সহকর্মী শাহ শহিদুল আলমকে উদ্দেশ্যমূলকভাবে ডাকেন এবং তাদের সঙ্গে বসার অনুরোধ করেন।
অভিযোগ অনুযায়ী, পরীমণি ব্লু লেবেল অ্যালকোহলের একটি বোতল বিনামূল্যে পার্সেল দেওয়ার জন্য চাপ দেন। এতে নাসির উদ্দিন রাজি না হলে তিনি গালমন্দ করেন এবং একপর্যায়ে নাসিরকে হত্যার হুমকি দিয়ে একটি সারভিং গ্লাস ছুড়ে মারেন। এতে নাসির মাথায় এবং বুকে আঘাতপ্রাপ্ত হন।
ঘটনার পাঁচ দিন পর, ১৪ জুন সাভার থানায় নাসির উদ্দিনসহ ছয়জনের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন পরীমণি। তবে পুলিশের তদন্তে ধর্ষণ বা হত্যাচেষ্টার কোনো প্রমাণ মেলেনি।