মৃত পরিচয়ে দীর্ঘদিন আত্মগোপনে থাকা নারী পাচারকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তারসহ যশোরে জাস্টিস অ্যান্ড কেয়ার নামের সংস্থার সহায়তায় ভারত থেকে ভুক্তভুগীকে উদ্ধার করেছে পিবিআই যশোর জেলা।
রবিবার (৯ এপ্রিল) রাত ১১টা ১০ মিনিটে ঝিনাইদহ জেলা ঝিনাইদহ সদর থানার সুরাট পূর্ব পাড়া এলাকা থেকে আসামি মো. মজনু বিশ্বাস (৪৪) এবং অপর আসামি তার স্ত্রী মাজেদা খাতুনকে (২৫) ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
উদ্ধারকৃত ভুক্তভুগী মোছাঃ আফসানা মিমি যশোর কোতয়ালীর শেখহাটি জামরুলতলা গ্রামের মোঃ সাইফুল ইসলামের স্ত্রী।
আসামী মোঃ মজনু বিশ্বাস (৪৪) এবং মোছাঃ মাজেদা খাতুন (২৫) সম্পর্কে স্বামী–স্ত্রী। তাদের বাড়ি নড়াইলে। তদন্তকালে আসামী দুই জনের সম্পর্কে তথ্য সংগ্রহের সময় আসামী মজনু বিশ্বাস মৃত বলে জানা যায়। এমনকি আসামী মজনু বিশ্বাস মৃত মর্মে স্থানীয় ইউপি চেয়ারম্যানও প্রত্যয়ন প্রদান করেন। কিন্তু পিবিআই যশোর জেলা বিষয়টি নিয়ে গভীর তদন্ত শুরু করে আসামী মজনু বিশ্বাস জীবিত রয়েছে বলে জানা যায় । আসামী মজনু বিশ্বাস ও তার স্ত্রী মাজেদা খাতুন পেশাদার মানব পাচারকারী চক্রের সদস্য।
ভুক্তভুগী আফসানা মিমিকে পাচারের পর তারা প্রতিনিয়ত তাদের অবস্থান পরিবর্তন করতে থাকলেও পিবিআই যশোর জেলা তাদের অবস্থান সনাক্ত করতে সক্ষম হয়।
সোমবারে আসামী দুইজনকে আদালতে পাঠানো হয়েছে।
এফএম/দীপ্ত সংবাদ