নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সুন্দর আলী জয়লাভ করেছেন। বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে তিনি আবারও আড়াইহাজার পৌরসভার মেয়র পদে জয়ী হয়েছেন।
নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ৯৯৯২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী সতন্ত্র হাবিবুর রহমান পেয়েছেন ৪ হাজার ৮৯০ ভোট। আড়াইহাজার উপজেলা নির্বাচন কার্যলয়ে বেসরকারিভাবে এ ফল ঘোষনা করা হয়। সোমবার (১২ জুন) রাত সাড়ে দশটার দিকে বিষয়টি নিশ্চিত করে রির্টানিং কর্মকর্তা রবিউল আলম।
নির্বাচনকে কেন্দ্র করে পুলিশ, র্যাব, বিজিবিসহ নির্বাহী ম্যাজিস্ট্রেটগন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেন। তবে নির্বাচনকে ঘিরে ধাওয়া পাল্টা ধাওয়া সহ সংঘাতের ঘটনাও ঘটে। এখানে মেয়র পদে চারজন প্রতিদ্বন্ধী ছাড়াও কাউন্সিলর পদে ভোটে লড়েছেন ৩৮ জন।
বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে সুন্দর আলী নৌকা প্রতীকে ৯ হাজার ৯৯২ ভোট পেয়েছেন। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ৫ হাজার ১০২ ভোট বেশি পেয়েছেন। অর্থাৎ ওই পৌরসভার সাবেক মেয়র স্বতন্ত্রভাবে নির্বাচন করা জগ প্রতীকের প্রার্থী হাবিবুর রহমান পেয়েছেন ৪ হাজার ৮৯০ ভোট। এছাড়া স্বতন্ত্র দুই প্রার্থীর মধ্যে নারিকেল গাছ প্রতীকে মেহের আলী পেয়েছেন ১ হাজার ৩৩৯ ভোট ও মোবাইল ফোন প্রতীকে মামুন অর রশিদ পেয়েছেন ২ হাজার ১০৭ ভোট। নির্বাচনে মেয়র পদে বৈধ ভোটের সংখ্যা ১৮ হাজার ৩৩৮টি। এর বাইরে ৪৪টি ভোট বাতিল হয়েছে বলে জানা গেছে।
এ ছাড়া ৩ সংরক্ষিত ওয়ার্ডে ১০ ও ৯টি সাধারণ ওয়ার্ডে ৩৫ কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। কাউন্সিলর ও সংরক্ষিত (নারী) কাউন্সিলর প্রার্থীদের ফলাফল এখনো ঘোষণা করেনি নির্বাচন কমিশন।
এদিকে একই দিন রূপগঞ্জ উপজেলার কায়েত পাড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। ১৬ জন প্রতিদ্বন্ধীতা করে এখানে জয় পেয়েছে শমসের আলী খান। গত বছর চনপাড়া র্শীষ মাদক কারবারী বজলু মারা যাওয়ায় জনপ্রতিধি শূন্য হয়ে ওয়ার্ডটিতে।
গৌতম সাহা/ আল /দীপ্ত সংবাদ