অবশেষে বাংলাদেশি তিন পণ্যবাহী জাহাজ ছেড়ে দিয়েছে মিয়ানমার বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি।
সোমবার (২০ জানুয়ারি) দুপুর ১২টার দিকে পণ্যবাহী কার্গোগুলো টেকনাফ স্থলবন্দরে পৌঁছায়।
টেকনাফ স্থলবন্দর ইউনাইটেড ল্যান্ড পোর্ট ম্যানেজার সৈয়দ মোহাম্মদ আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, আরকান আর্মির হেফাজতে থাকা পণ্যবাহী কার্গোগুলো চার দিন পর ছেড়ে দিয়েছে।
এর আগে, বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) মিয়ানমারের ইয়াঙ্গুন থেকে বিভিন্ন পণ্য নিয়ে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে আসার পথে তিনটি কার্গো আটক করেছিল আরকান আর্মি। এসব কার্গোতে ৫০ হাজার বস্তা শুঁটকি মাছ, সুপারি, কফিসহ বিভিন্ন মালামাল রয়েছে।
এসএ