ইসলামের দোহাই দিয়ে কেউ যাতে বিভ্রান্তি ছড়াতে না পারে, সেজন্য সারাদেশে মডেল মসজিদ নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। সকালে দ্বিতীয় দফায় ৫০টি মডেল মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানে, একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, দেশের প্রতিটি মানুষ যাতে নিশ্চিন্তে নিজ নিজ ধর্ম চর্চা করতে পারে, এমন পরিবেশ তৈরিতে প্রতিজ্ঞাবদ্ধ সরকার।
ইসলামকে সঠিকভাবে আয়ত্ত করার পাশাপাশি বাস্তব জীবনে চর্চার লক্ষ্যে, সারাদেশে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করছে সরকার। মোট ৫শ ৬৪টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের লক্ষ নির্ধারণ করা হয়েছে।
শীতাতপ নিয়ন্ত্রিত মসজিদগুলোতে রয়েছে ওজু ও নামাজের জন্য আলাদা জায়গা। এছাড়া হাজীদের জন্য রেজিস্ট্রেশন ও প্রশিক্ষণের ব্যবস্থা, ইমাম প্রশিক্ষণ কেন্দ্র, গবেষণা কেন্দ্র ও ইসলামিক লাইব্রেরি, অটিজম কর্নার, লাশ দাফনের আগের প্রস্তুতি, গাড়ি পার্কিং সুবিধা, প্রাক-প্রাথমিক শিক্ষা ও কুরআন শিক্ষার ব্যবস্থা রয়েছে। আর ইসলামী সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য থাকছে সম্মেলন কক্ষ।
সোমবার দ্বিতীয় দফায় উদ্বোধন করা হয় ৫০টি মসজিদ। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে, ৪৫টি উপজেলা আর ৫টি জেলায় মসজিগুলোর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইসলামের অপব্যাখ্যা কোরে কেউ যাতে কাউকে বিপথে নিতে না পারে, সেদিকে লক্ষ্য রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
সন্ত্রাস-জঙ্গিবাদ কিংবা মাদকের মতো বিষয়গুলোতে মানুষকে সচেতন করতে, মসজিদের ইমাম ও খতিবদের বয়ান দেয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এরআগে, ২০২১ সালের ১০ জুন প্রথম দফায় ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।