শনিবার (২৫ ফেব্রুয়ারি) সারাদেশে পদযাত্রা করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের এ তথ্য জানান। সারাদেশে আজ ৬৬টি সাংগঠনিক জেলায় একযোগে যে পদযাত্রা হবে সেখান থেকে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।
তত্ত্বাবধায়কের দাবি আদায় না হওয়া পর্যন্ত মাঠে থাকার ঘোষণা দিয়ে নজরুল ইসলাম জানান, নির্বাচনকালীন সরকারের দাবিতে বিএনপি অনড় অবস্থানে রয়েছে।
বিএনপির এ নেতা বলেন, ‘এ অবৈধ, অনির্বাচিত, ফ্যাসিবাদী সরকারের অবসান চাই। সেই লক্ষ্যে গণতান্ত্রিক শক্তি হিসেবে আমরা এ সংসদের বাতিল, সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা এবং তার অধীনে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন চাই।’
তিনি আরও জানান, শান্তিপূর্ণ কর্মসূচি দিয়েই ১০ দফা দাবি আদায় করা হবে। তবে ভবিষ্যত কর্মসূচি কী হবে তা নির্ভর করছে সরকারের আচরণের ওপর। এরইমধ্যে কর্মসূচি সফল করতে মাঠ পর্যায়ে নির্দেশনাও দিয়েছেন দলটির নেতারা।
এফএম/দীপ্ত সংবাদ