যাতায়াতের অন্যতম মাধ্যম হিসেবে খুবই জনপ্রিয় দুই চাকার যান মোটরসাইকেল। কেউ কেউ আবার শখ করেও ব্যবহার করেন। কেউ কেউ আবার শখ করে ব্যবহার করেন। আবার কারও কাছে মোটরসাইকেল চালানো নেহাত কোনো শখ নয়, জীবনের অবিচ্ছেদ্য কোনো অংশ।
যে যেভাবেই ব্যবহার করি না কেন, মোটরসাইকেল কমবেশি সবার প্রিয়।
তবে আজ কেন এসব কথা বলছি? কারণ অক্টোবর মাসের দ্বিতীয় শনিবার, মানে আজ ১২ অক্টোবর, ‘মোটরসাইকেল চালানোর দিবস‘। ২০১৫ সাল থেকে দিবসটি পালিত হয়ে আসচ্ছে। ডানলপ মোটরসাইকেল কোম্পানির পণ্য ব্যবস্থাপক চ্যাড গিয়ার এই দিবসের উদ্যোক্তা।
মোটরসাইকেল দিবস উদযাপনের সবচেয়ে ভালো উপায় হলো রাস্তায় বের হওয়া, তারপর স্বাধীনভাবে মোটরসাইকেল চালানো। মাথায় অবশ্যই হেলমেট পরে নিবেন। আর পকেটে রাখবেন ড্রাইভিং লাইসেন্স, মোটরসাইকেলের নিবন্ধন সনদসহ যাবতীয় কাগজ।
১৮৬০ সালে প্যারিসে প্রথম মোটরসাইকেল তৈরি করেছিলেন পিয়েরে মিচাক্স। প্রথম মোটরসাইকেলটি ছিল বাষ্পচালিত। পরবর্তী কয়েক দশকে মোটামুটি মোটরসাইকেল নিয়ে অনেক গবেষণা হয়। ১৮৮৫ সালে জ্বালানিচালিত মোটরসাইকেল তৈরি হয়। তারপর থেকে এখন পর্যন্ত মোটরসাইকেল বাহন হিসেবে দাপট ধরে রেখেছে। এখন মোটরসাইকেল তরুণদের কাছে ফ্যাশনের অংশ হয়ে উঠেছে।
এসএ