বিশ্বকাপে আজ মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। আহমেদাবাদে খেলা শুরু হবে বাংলাদেশ সময় বেলা আড়াইটায়। হাইভোল্টেজ এই ম্যাচের দেড় ঘন্টা আগে, থাকছে বিশেষ অনুষ্ঠান। এতে গাইবেন শিল্পী অরিজিত সিং।
ভারত–পাকিস্তান ব্যাট–বলের লড়াই মানেই ক্রিকেট বিশ্বে ভিন্ন রকমের এক উত্তেজনা। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হবে এই মহারণ।
দুর্দান্ত ছন্দে থাকা শুভমান গিলকে ছাড়াই প্রথম দুই ম্যাচে জয় পেয়েছে ভারত। সুস্থ হয়ে ফিরলেও, তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইছে না টিম ম্যানজেমেন্ট। পাকিস্তানের বিপক্ষেও উদ্ধোধনী জুটিতে রোহিতের সঙ্গী হবেন ইশান কিষান।
ব্যাটারদের ছন্দের কারণে বেশ ফুরফুরে মেজাজে বিরাট–রাহুলরা। কম নয় পাকিস্তানিরাও। ব্যাট হাতে যেমন ঝলক দেখিয়েছেন রিজওয়ান–আব্দুল্লাহরা, তেমনি হারিস রউফ–আফ্রিদিদের বোলিংয়ে নাজেহাল হয়েছে প্রতিপক্ষের ব্যাটাররা।
নিরাপত্তা ইস্যুতে শেষ মুহূর্তে বাতিল হওয়া উদ্ধোধনী অনুষ্ঠান হাই ভোল্টেজ এই ম্যাচের আগে। যেখানে গাইবেন দেশটির জনপ্রিয় শিল্পী অরিজিত সিং। মাঠে থাকবেন অমিতাভ বচ্চন, রজনীকান্ত ও শচীন টেন্ডুলকারের মতো তারকারাও।
ভারত–পাকিস্তান ম্যাচ ঘিরে, মুম্বাই থেকে আহমেদাবাদ পর্যন্ত চলছে এক জোড়া বিশেষ ট্রেন।
আল/ দীপ্ত সংবাদ