দ্বিতীয় টি–টোয়েন্টিকে সামনে রেখে আজ সোমবার (২১ জুলাই) বিশ্রামে থাকছেন বাংলাদেশ ও পাকিস্তান দলের খেলোয়াড়রা। রবিবার (২০ জুলাই) রাতে প্রথম টি–টোয়েন্টি শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সোমবার অনুশীলনে নামছে না কোনো দলই। খেলোয়াড়দের পুরোপুরি বিশ্রাম দেয়া হয়েছে।
রবিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে স্বাগতিক বাংলাদেশ। ফলে তিন ম্যাচ সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে আছে লিটন দাসের নেতৃত্বাধীন দল।
সিরিজের দ্বিতীয় ম্যাচটি হবে মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যা ৬টায়। এই ম্যাচটি এখন কার্যত হয়ে উঠেছে ফাইনাল, কারণ জিততে পারলে এক ম্যাচ হাতে রেখেই ট্রফি নিশ্চিত হবে টাইগারদের। সেই লক্ষ্যেই খেলোয়াড়দের বিশ্রাম দিয়ে শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত রাখার কৌশল নিয়েছে টিম ম্যানেজমেন্ট।
অন্যদিকে, প্রথম ম্যাচে ব্যাটিং–বোলিং দুই বিভাগেই ব্যর্থতার পরিচয় দেয়া সফরকারী পাকিস্তান শিবির এখন ব্যাকফুটে। সিরিজে টিকে থাকতে হলে তাদের জন্য আগামী ম্যাচটি জেতা ছাড়া কোনো পথ নেই। ব্যাটিং ইউনিটে পরিবর্তন আনার ইঙ্গিত মিলেছে দলীয় সূত্রে। মোহাম্মদ রিজওয়ান, বাবর আজমদের ব্যর্থতা নিয়ে সমালোচনা শুরু হয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যমেও।
প্রথম ম্যাচে বাংলাদেশ দলের হয়ে আলো ছড়িয়েছেন তরুণ পেসার তানভীর ইসলাম ও অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান। তানভীর ৩ উইকেট শিকার করেন মাত্র ১৮ রানে। সাকিব ২ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতেও ৩৪ রানের কার্যকর ইনিংস খেলেন। ওপেনার নাঈম শেখ খেলেন ৫২ রানের ঝলমলে ইনিংস, যা দলকে সহজ জয়ে নেতৃত্ব দেয়।
দ্বিতীয় টি–টোয়েন্টিতে বাংলাদেশ দলে বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে মিডল অর্ডারে আফিফ হোসেনের পরিবর্তে শান্তর ফেরার সম্ভাবনা আছে বলে জানা গেছে। পাকিস্তান দলে ওয়াসিম জুনিয়র কিংবা ফখর জামানকে ফেরানো হতে পারে দ্বিতীয় ম্যাচে।