আন্তর্জাতিক পরিবার দিবস আজ। পরিবারের প্রতি দায়িত্ববোধ ও জীবনে পরিবারের ভূমিকা সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রতি বছর ১৫ মে এই দিবসটি পালন করা হয়ে থাকে।
চলতি বছরের পরিবার দিবসের প্রতিপাদ্য পরিবার এবং জলবায়ু পরিবর্তন। প্রত্যেক পরিবারের মধ্যে জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার উদ্দেশ্যে এই প্রতিপাদ্য তৈরি করা হয়েছে।
১৯৯৩ সালের ২০ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী, ১৫ মে বিশ্ব পরিবার দিবস হিসেবে ঘোষিত হয়। এরপর ১৯৯৪ সালকে বিশ্ব পরিবার বর্ষ ঘোষণা করেছিল জাতিসংঘ। ১৯৯৬ সাল থেকে দিবসটি পালিত হয়ে আসছে।
আন্তর্জাতিক পরিবার দিবসের তাৎপর্য
পারিবারিক সমস্যা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা, সমাজে পরিবারের অবদান স্বীকার করা, আত্মীয়দের সঙ্গে দৃঢ় সম্পর্কে বজায় রাখার গুরুত্বের উপর জোর দেওয়াই হল আন্তর্জাতিক পরিবার দিবসের তাৎপর্য। মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি হলে সমাজ এবং পরিবার উভয়ই উপকৃত হয়।
প্রতি বছরের মতো এবারও বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে ১৫ মে পরিবার দিবস পালিত হচ্ছে। পরিবারের গুরুত্ব তুলে ধরতে সভা–সমাবেশ, র্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকে দিনটিতে।
সুপ্তি/ দীপ্ত সংবাদ