টি–টোয়েন্টি বিশ্বকাপের আগে দ্বিতীয় ও শেষ অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে ভারতের মুখোমুখি হচ্ছে টাইগাররা। প্রস্তুতি ম্যাচ হলেও বিশ্বকাপ ম্যাচের চেয়ে কম গুরুত্ব পাচ্ছে না বাংলাদেশ–ভারতের খেলা।
শনিবার (১ জুন) নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে।
ভেন্যু নিউইয়র্ক হওয়ায় প্রচুর দর্শক সমাগম হবে। উৎসবমুখর একটা পরিবেশ তৈরিতে চেষ্টা রয়েছে আয়োজকদের দিক থেকে। যদিও সমর্থকদের চেয়েও এ ম্যাচের গুরুত্ব বেশি আইসিসির কাছে। কারণ এই ম্যাচ দিয়ে নাসাউ কাউন্টি স্টেডিয়ামের উদ্বোধন আজ। ৩৪ হাজার দর্শক ধারণক্ষমতাসম্পন্ন নাসাউ স্টেডিয়ামটি দর্শনীয়। এই স্টেডিয়ামে পরীক্ষা–নিরীক্ষার শেষ মহড়া টাইগারদের। বিশ্বকাপের একাদশ বেছে নেওয়ার শেষ সুযোগও।
বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি, টস অনুষ্ঠিত হবে ৩০ মিনিট আগে ৮টায়। প্রস্তুতি ম্যাচ হলেও দেখা যাবে টিভিতে। এশিয়ার দুই প্রতিবেশীর এই লড়াই বাংলাদেশের নাগরিক টিভি সরাসরি সম্প্রচার করবে। স্টার স্পোর্টস ভারতে আইসিসির ইভেন্ট সম্প্রচার স্বত্ব পাওয়ায় বাংলাদেশ–ভারত প্রস্তুতি ম্যাচটিও দেখা যাবে এ চ্যানেলে। পাশাপাশি আইসিসি টিভি ও ডিজনি প্লাস হটস্টারেও দেখা যাবে।
আল/ দীপ্ত সংবাদ