বাংলাদেশে রোহিঙ্গা ঢলের ৬ বছর পূর্তি আজ। এই সময়ে একজন রোহিঙ্গাকেও ফেরত নেয়নি মিয়ানমার। উল্টো ভূ–রাজনীতির পটপরিবর্তনের কারণে আরও গভীর হয়েছে সঙ্কট।
সময়ের পরিক্রমায় ৬ বছর পেরিয়ে গেলেও গত অর্ধযুগে রোহিঙ্গা সংকট থেকে বের হতে পারেনি বাংলাদেশ। সংকট সমাধানে বিশ্ব দরবারে বাংলাদেশ কড়া নেড়েছে প্রতিনিয়ত। জাতিসংঘেও সরব ছিলো বাংলাদেশের কন্ঠ। কিন্তু, মেলেনি সমাধান।
রোহিঙ্গারাই বলছেন, নির্যাতনে দেশছাড়া হওয়াতে দূর্বিসহ হয়েছে তাদের জীবন।
রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতিনিধি আমানুল্লাহ বলেন, কতদিন আপনি সহ্য করতে পারবেন? আপনার বাড়িতে যদি আমি থাকি ক‘মাস আমি থাকতে পারবো। একটা লিমিটেশন আছে। মিয়ানমার সরকারের ইচ্ছা নাই আমাদের দেশে ফিরে নেবার। আমাদের পাশে যারা রাখাইন আছে ওরা চায় না আমরা মিয়ানমারে ফিরে যায়।
বিশেষজ্ঞরা বলছেন, মিয়ানমার কর্তৃপক্ষ রোহিঙ্গা সংকট জিইয়ে রাখতে চায়। বিশ্বের সকল মোড়ল রাষ্ট্র ও সংস্থায় কড়া নেড়েও সফলতা আসেনি। তবে, চেষ্টা অব্যাহত রাখতে হবে।
বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গার সংখ্যা এখন প্রায় ১৫ লাখ। ২০২২ সালে ‘মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের মানবাধিকার পরিস্থিতি সর্বসম্মতিক্রমে গ্রহণ করেছে জাতিসংঘ।
এসএ/দীপ্ত নিউজ