আজ ৩ ডিসেম্বর। ১৯৭১ সালের এই দিনে হানাদার মুক্ত হয় বরগুনা জেলা। এ উপলক্ষ্যে পালিত হচ্ছে নানা কর্মসূচি। রাজাকার, আলবদরসহ স্বাধীনতাবিরোধীদের তালিকা করার দাবি জানিয়েছেন মুক্তিযোদ্ধারা।
মুক্তিযুদ্ধে বরগুনা ছিল নবম সেক্টরের বুকাবুনিয়া উপ-সেক্টরের অধীন। এ জেলা মুক্ত করার লক্ষ্যে একাত্তরের ২ ডিসেম্বর ২২ জন মুক্তিযোদ্ধা ৬ ভাগে ভাগ হয়ে অবস্থান নেন শহরের বিভিন্ন স্থানে। চলে একইসাথে চারদিক থেকে আক্রমণ। এতে বিপর্যস্ত হয়ে পড়ে পাকিস্তান বাহিনী। সম্মুখযুদ্ধে না গিয়ে পালিয়ে যায় তারা। ৩ ডিসেম্বর, লাল-সবুজের পতাকা উড়িয়ে বিজয় উল্লাসে মাতেন মুক্তিযোদ্ধারা।
দেশ মাতৃকার মুক্তির যুদ্ধে অংশ নিতে পেরে গর্বিত মুক্তিযোদ্ধারা। তবে, তাদের অভিযোগ জেলা ও উপজেলা পর্যায়ের রাজাকাররা এখনও ধরাছোঁয়ার বাইরে। ১৯৭১ সালে বরগুনায় প্রাণ হারাণ ৩শর মতো মুক্তিযোদ্ধা।