জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, গ্রহ–নক্ষত্রের অবস্থান জীবনের নানা দিককে প্রভাবিত করে। আজ ৪ মে ২০২৫, রবিবার—দেখে নেয়া যাক বারোটি রাশির জাতক–জাতিকার জন্য দিনটি কেমন যাবে।
মেষ (২১ মার্চ–২০ এপ্রিল): আজ কর্মস্থলে দায়িত্ব বাড়তে পারে। সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। ভ্রমণের সম্ভাবনা আছে।
বৃষ (২১ এপ্রিল–২১ মে): আর্থিক দিক শুভ। প্রেমিক–প্রেমিকার সম্পর্ক মধুর হতে পারে। দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হওয়ার সম্ভাবনা।
মিথুন (২২ মে–২১ জুন): পরিবারে আনন্দঘন পরিবেশ বিরাজ করবে। নতুন কাজের সুযোগ আসতে পারে। স্বাস্থ্য বিষয়ে সতর্ক থাকুন।
কর্কট (২২ জুন–২২ জুলাই): বন্ধুদের সঙ্গে সময় কাটাতে পারেন। পুরনো কোনো সমস্যার সমাধান হবে। অতিরিক্ত আবেগ নিয়ন্ত্রণে রাখুন।
সিংহ (২৩ জুলাই–২৩ আগস্ট): চাকরিজীবীদের জন্য উন্নতির সম্ভাবনা। অর্থযোগ শুভ। অনাকাঙ্ক্ষিত ব্যয়ের দিকে সতর্ক থাকুন।
কন্যা (২৪ আগস্ট–২৩ সেপ্টেম্বর): আজ আত্মবিশ্বাস ও উদ্যম বাড়বে। শিক্ষার্থীদের জন্য দিনটি অনুকূল। প্রেমে ঝামেলা এড়িয়ে চলুন।
তুলা (২৪ সেপ্টেম্বর–২৩ অক্টোবর): পুরনো দেনা–পাওনার সমাধান হতে পারে। মানসিক চাপ কিছুটা কমবে। ভ্রমণে সতর্কতা প্রয়োজন।
বৃশ্চিক (২৪ অক্টোবর–২২ নভেম্বর): দাম্পত্য জীবনে সুখ–শান্তি বজায় থাকবে। বন্ধুদের সঙ্গে নতুন উদ্যোগের পরিকল্পনা হতে পারে।
ধনু (২৩ নভেম্বর–২১ ডিসেম্বর): চাকরি ও ব্যবসায় শুভ সময়। আত্মীয়ের সহায়তায় সমস্যার সমাধান হতে পারে। শরীরের প্রতি যত্নশীল হোন।
মকর (২২ ডিসেম্বর–২০ জানুয়ারি): সৃজনশীল কাজে সাফল্য আসবে। প্রেমিকদের মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হতে পারে। পড়াশোনায় অগ্রগতি।
কুম্ভ (২১ জানুয়ারি–১৮ ফেব্রুয়ারি): অফিসে প্রশংসা পেতে পারেন। অর্থনৈতিক দিক মজবুত হবে। পরিবারের সঙ্গে সময় কাটান।
মীন (১৯ ফেব্রুয়ারি–২০ মার্চ): আজ মন ভালো থাকবে। সামাজিক যোগাযোগ বাড়বে। ভালো কোনো সংবাদ পেতে পারেন।
এমএম