কাল থেকে দেখা যাবে না বাংলা একাডেমির চত্বরজুড়ে সারি সারিতে কোন বই কুটির। সন্ধ্যা থেকে আলো জল্বে উঠবে না সোহরাওয়ার্দী উদ্যানে। এখন বিদায়–বিরহের সুর প্রাণের গ্রন্থমেলায়।
বই প্রেমীদের একুশে গ্রন্থমেলার আজ শেষ দিন। তবে শেষ দিকে জমে উঠেছে গ্রন্থমেলা। পরিস্থিতি স্বাভাবিক থাকায় সন্তুষ্ট ক্রেতা–বিক্রেতারা। বেড়েছে বিক্রিও।
আবারো এগারো মাস পর জমে উঠবে বাংলা একাডেমি আয়োজিত একুশে গ্রন্থমেলা। উৎসবমুখর ও কোলাহল পরিবেশে দেখা যাবে বাংলা একাডেমি প্রাঙ্গণে, হবে বিভিন্ন বয়সের বিভিন্ন পেশার মানুষের মিলন মেলা।
গত ২৭ ফেব্রুয়ারি বিকালে মেলায় ছিল উপচে পরা ভিড়। বেলা সোয়া ৩টা থেকেই জমে ওঠে মেলা। বিক্রয় কর্মীরা ব্যস্ত হয়ে পড়েন পাঠকদের চাহিদামাফিক বই সরবরাহে জন্য। তবে মেলার শেষ পর্যায়ে ক্রেতার চেয়ে দর্শনার্থীদের ভীড় বেশি ছিল ।
বিক্রেতারা বলেন, গত দুই বছরের তুলনায় এবার বিক্রির পরিমাণ বেশি। সামগ্রিকভাবে বিগত যেকোনো বছরের তুলনায় বিক্রিতে রেকর্ড সৃষ্টি হতে পারে বলে তারা প্রত্যাশা ব্যক্ত করেন।
যূথী/দীপ্ত