টঙ্গী তুরাগ তীরে শুক্রবার (৩১ জানুয়ারি) ফজরের পর আম বয়ানের মধ্যদিয়ে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আনুষ্ঠানিকতা।
আম বয়ান করেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক। তার এ বয়ান বাংলা ভাষায় অনুবাদ করে শোনান বাংলাদেশের মাওলানা নুরুর রহমান।
এদিকে আজ বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হবে দেশের বৃহত্তম জুমার নামাজ। এতে ইমামতি করবেন মাওলানা জুবায়ের আর বাদ জুমা বয়ান করবেন জর্ডানের শেখ উমর খতিব।
ইজতেমার প্রথম পর্ব আয়োজন করছে তাবলিগের শুরায়ে নেজামি। এটি হবে ছয় দিনব্যাপী। দুটি ধাপে অনুষ্ঠিত হবে এই পর্ব।
৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে প্রথম ধাপ ইজতেমা। এ ধাপে অংশগ্রহণ করবেন ৪১ জেলা ও ঢাকার একাংশের মুসল্লিরা।
আর আগামী ৩ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে দ্বিতীয় ধাপ ইজতেমা। এ ধাপে অংশ নেবেন ২২ জেলা ও ঢাকার বাকি অংশের মুসল্লিরা।
এরপর ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে মাওলানা সাদপন্থিদের তিনদিনের ইজতেমা।
এসএ