বিশ্ব ক্রিকেটে বড় অংশ জুড়ে জায়গা করে নিয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। শুক্রবার (৩১ মার্চ) ভারতীয় লিগটির ১৬তম আসর মাঠে গড়াবে। গতবারের মতো এবারও আইপিএলে খেলবে ১০টি দল।
বাংলাদেশ থেকে খেলছেন তিনজন– সাকিব, লিটন আর মুস্তাফিজ।
গত মৌসুমে প্রথমবার খেলতে নেমেই হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে চ্যাম্পিয়ন হয় গুজরাট টাইটান্স। শিরােপা ধরে রাখতে এবারের স্কোয়াডে আছেন শুভমন গিল, মোহাম্মদ সামি, ডেভিড মিলার, কেন উইলিয়ামসন, ম্যাথু ওয়েড ও রশিদ খান।
শক্তিশালী দল গড়েছে চেন্নাইও। শেষবারের মতো আইপিএল খেলার গুঞ্জন নিয়ে মাঠে নামছেন মহেন্দ্র সিং ধোনি। আরও আছেন রবীন্দ্র জাদেজা, বেন স্টোকস, মঈন আলি ও ডেভন কনওয়ে। তাদের সাথে অলরাউন্ডার বেন স্টোকসের অন্তর্ভুক্তি আরও শক্তিশালী করেছে চারবারের চ্যাম্পিয়নদের।
সাকিব আল হাসান আর লিটন দাসকে নিয়ে এবার দল তৈরি করেছে কলকাতা নাইট রাইডার্স। নীতিশ রানার অধিনায়কত্বে দলে আছেন আন্দ্রে রাসেল ও সুনীল নারাইন। কলকাতায় টিম সাউদি, উমেশ যাদব, শার্দূল ঠাকুর লকি ফার্গুসনের মতো পেস অ্যাটাক থাকলেও ভারতীয় ব্যাটার শ্রেয়াস আইয়ারের চোট ভাবাচ্ছে টিম ম্যানেজমেন্টকে।
ঋষভ পান্থের অনুপস্থিতিতে ডেভিড ওয়ার্নারের অধিনায়কত্বে খেলবে দিল্লি ক্যাপিটালস। স্কোয়াডে আছেন মুস্তাফিজুর রহমান। দুর্দান্ত টপ অর্ডারের পাশাপাশি দিল্লির সবথেকে বড় শক্তি তাদের কোচ রিকি পন্টিং।
দলের বেশ কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের চোট নিয়ে আসর শুরু করছে ৫ বারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। তারপরও রোহিত শর্মার অধীনে ক্যামেরন গ্রিন, জোফরা আর্চারদের নিয়ে বেশ শক্তিশালী স্কোয়াডই থাকছে মুম্বাইয়ের।
চোট দুশ্চিন্তায় আছে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুও। দলের দুই গুরুত্বপূর্ন সদস্য গ্লেন ম্যাক্সওয়েল ও জশ হ্যাজেলউডের অফ ফর্ম আর ওয়ানিন্দু হাসারাঙ্গার অনুপস্থিতি ভাবাচ্ছে কোহলিদের। এছাড়াও দলে আছেন অধিনায়ক ফাফ দ্যু প্লেসি, ফিন অ্যালেন, দীনেশ কার্তিকের মতে ম্যাচ উইনিং পারফরমার।
গত ১৫ আসরে একবারও শিরোপার মুখ দেখেনি পাঞ্জাব কিংস। কিন্তু এ বছর অন্যতম সেরা টি টোয়েন্টি স্কোয়াড নিয়ে মাঠে নামতে দেখা যাবে পাঞ্জাবকে। শিখর ধাওয়ানের নেতৃত্বে এবছর পাঞ্জাব কিংসের জার্সিতে দেখা যাবে এবারের আইপিএলের সবচাইতে দামি প্লেয়ার স্যাম কুরানকে।
গতবারের রানার্স আপ রাজস্থান রয়্যালস এবারও চেষ্টা করেছে ভারসাম্যপূর্ণ দল গড়তে। জস বাটলার ও জো রুটের মত অভিজ্ঞ খেলোয়াড়ের সাথে তরুণ খেলোয়াড়রাও এবার দলের ভরসা।
এবারের আসরে সবচেয়ে চৌকস দল হিসেবে বিবেচনা করা হচ্ছে সানরাইজার্স হায়দরাবাদকে। হ্যারি ব্রুকের সাথে টপ–মিডল অর্ডারে একাধিক বিদেশি ব্যাটার রয়েছে হায়দরাবাদে। এছাড়া আছে আদিল রশিদ, ভুবনেশ্বর কুমার, উমরান মালিকের মতো বোলাররা।
এফএম/দীপ্ত সংবাদ