অক্টোবরে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ২০২৩ এর মূল পর্বে অংশ নিতে আজ থেকে মাঠে নামবে বাছাইপর্বে খেলা দলগুলো। বাছাইপর্ব থেকে ২টি দল পাবে মূল পর্বে খেলার সুযোগ।
১০ দলের অংশগ্রহণে রবিবার (১৮ জুন) টুর্নামেন্টের উদ্ভোদনী ম্যাচে জিম্বাবুয়ের হারারে ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক জিম্বাবুয়ে মাঠে নামবে নেপালের বিপক্ষে। দিনের অপর ম্যাচে হারারের টাকাশিঙ্গা ক্রিকেট ক্লাবে লড়বে ওয়েস্ট ইন্ডিজ–যুক্তরাষ্ট্র।
৫ টি দল করে দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো। গ্রুপপর্বে প্রত্যেকেই ৪ টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। এরপর দুই গ্রুপের শীর্ষে থাকা ৩টি করে দল পাবে সুপার সিক্সে খেলার সুযোগ। সুপার সিক্সে প্রতি দল তিনটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে।
গ্রুপ ‘এ’ থেকে সুপার সিক্সে ওঠা দলগুলো খেলবে গ্রুপ ‘বি’র দলগুলোর বিপক্ষে। সুপার সিক্সের শীর্ষ দুই দল বিশ্বকাপে খেলার জন্য যোগ্যতা অর্জন করবে। এছাড়া এই দুই দল লড়বে বাছাইপর্বের শিরোপার জন্যও।
মূলপর্বের ৮টি দল নিয়ে মোট ১০ দল নিয়ে আয়োজিত হবে ওয়ানডে বিশ্বকাপ ২০২৩।
বাছাইপর্ব গ্রুপ ‘এ’ – ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, নেদারল্যান্ডস, নেপাল ও যুক্তরাষ্ট্র
বাছাইপর্ব গ্রুপ ‘বি’ – শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, ওমান ও সংযুক্ত আরব আমিরাত।
ইমাম/দীপ্ত নিউজ