চালু হতে যাচ্ছে ঢাকায় মেট্রোরেলের উত্তরা সেন্টার স্টেশন। শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে স্টেশনটি যাত্রীদের জন্য খুলে দেওয়া হচ্ছে। আগামী মাসের মধ্যে ধাপে ধাপে বাকি সব স্টেশন উন্মুক্ত করা হবে।
প্রথমে দুটি স্টেশন খুলে দেওয়ার মাধ্যমে মেট্রোরেল চলাচল শুরু হয়। আগামী ১ মার্চ থেকে পঞ্চম স্টেশন হিসেবে মিরপুর–১০ স্টেশন খুলে দেওয়া হবে বলে জানান ডিএমটিসিএল ব্যবস্থাপনা পরিচালক এম এন সিদ্দিক।
উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত ১১ দশমিক ৭৩ কিলোমিটার রুটে মোট ৯টি স্টেশন রয়েছে। বর্তমানে আগারগাঁও, পল্লবী ও উত্তরা উত্তর স্টেশন– এ তিনটি স্টেশন চালু রয়েছে। উত্তরা সেন্টার স্টেশনটি খুলে গেলে চারটি স্টেশন উন্মুক্ত হবে।
ঢাকা শহরের যানজট এড়ানোর লক্ষ্যে ২০১২ সালে সরকার এ প্রকল্প হাতে নেয়। ২০১৭ সালের ৩ আগস্ট মেট্রোরেল প্রকল্পের পাইলিং কাজের উদ্বোধন করেন সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গত বছরের ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেল উদ্বোধন করেন। ২৯ ডিসেম্বর থেকে বাণিজ্যিকভাবে মেট্রোরেল যাত্রা শুরু করে। এরপর থেকে এটি প্রতিদিন উত্তরা উত্তর (দিয়াবাড়ী) থেকে আগারগাঁও পর্যন্ত সরাসরি চলাচল করছে।
মেট্রোরেলের দ্বিতীয় অংশ আগারগাঁও থেকে মতিঝিল চালু করা হবে ২০২৩ সালের শেষের দিকে। এছাড়া ২০২৫ সালের মধ্যে মতিঝিল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত বাকি অংশ চালু হতে পারে।
আফ/দীপ্ত সংবাদ