১৪ দলের আসন ভাগাভাগির বিষয়ে সিদ্ধান্ত আজ বা আগামীকালের মধ্যে হবে বলে জানিয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
দেশি–বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে ১৪ দল ঐক্যবদ্ধভাবে লড়বে বলেও জানান তিনি। আগামী ১০ ডিসেম্বর আওয়ামী লীগ মহাসমাবেশ করবে না বলেও উল্লেখ করেন ওবায়দুল কাদের।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকালে রাজধানীতে আলাদা দুটি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন, দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এসময় সমসাময়িক রাজনীতির বিভিন্ন বিষয়ে প্রশ্নের জবাব দেন, তিনি।
সোমবার (৪ ডিসেম্বর) গণভবনে অনুষ্ঠিত ১৪ দলের বৈঠকের বিষয়ে, ওবায়দুল কাদের জানান, ঐক্যবদ্ধভাবে রাজনৈতিক সংকট মোকাবিলাকে সেখানে গুরুত্ব দেয়া হয়েছে।
এর আগে, জাতীয় নেতা হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে, তার সমাধিতে শ্রদ্ধা জানান, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। এ সময় দলের সাধারণ সম্পাদক বলেন, ১০ ডিসেম্বর স্বল্প পরিসরে মানবাধিকার দিবস পালন করবে আওয়ামী লীগ।
পরে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সমাধীতে শ্রদ্ধা জানান।
আরও পড়ুন: নির্বাচনে ভোটার উপস্থিতি নিয়ে আওয়ামী লীগ উদ্বিগ্ন নয় : ওবায়দুল কাদের
এসএ/দীপ্ত নিউজ