দিনের শুরুতে একবার চোখ বুলিয়ে নিন কী বলছে আপনার রাশিচক্র। চন্দ্রের অবস্থান, গ্রহ–নক্ষত্রের চলাচল আজ আপনার কর্মজীবন, অর্থনীতি, সম্পর্ক বা মানসিক অবস্থার ওপর কেমন প্রভাব ফেলতে পারে, দেখে নিন রাশিফলে।
মেষ (২১ মার্চ – ২০ এপ্রিল):
কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পেতে পারেন। পরিবারে কারো সুস্থতা নিয়ে চিন্তা বাড়তে পারে। ভ্রমণ শুভ।
বৃষ (২১ এপ্রিল – ২০ মে):
অর্থনৈতিক দিক ভালো যাবে। প্রেম বা দাম্পত্য জীবনে অশান্তি এড়াতে কথাবার্তায় সংযম রাখুন।
মিথুন (২১ মে – ২০ জুন):
ব্যবসায়ে লাভ হতে পারে। পুরনো কোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। আর্থিক লেনদেনে সতর্কতা দরকার।
কর্কট (২১ জুন – ২০ জুলাই):
আত্মবিশ্বাস বাড়বে। সৃজনশীল কাজে সফলতা পেতে পারেন। মানসিক প্রশান্তি পেতে পারেন কোনো শুভ সংবাদে।
সিংহ (২১ জুলাই – ২১ আগস্ট):
আর্থিক দিক থেকে লাভবান হবেন। দীর্ঘদিনের পরিকল্পনা আজ বাস্তবায়িত হতে পারে। নেতৃত্বগুণে প্রশংসা পাবেন।
কন্যা (২২ আগস্ট – ২২ সেপ্টেম্বর):
কর্মক্ষেত্রে চাপ বাড়বে। সহকর্মীর ভুলে ঝামেলা হতে পারে। স্বাস্থ্য বিষয়ে সতর্ক থাকুন।
তুলা (২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর):
প্রেমে উত্তেজনা থাকতে পারে। সৃজনশীল কাজ বা শখের চর্চায় সময় দিন। দীর্ঘদিনের চিন্তা দূর হতে পারে।
বৃশ্চিক (২৩ অক্টোবর – ২১ নভেম্বর):
বাড়ির কারো সঙ্গে মনোমালিন্য হতে পারে। আইনগত বিষয় সামলাতে হতে পারে। ধৈর্য ধরুন।
ধনু (২২ নভেম্বর – ২০ ডিসেম্বর):
ভ্রমণ শুভ। শিক্ষার্থীদের জন্য দিনটি অনুকূল। যোগাযোগ বাড়বে, নতুন কোনো কাজের প্রস্তাব পেতে পারেন।
মকর (২১ ডিসেম্বর – ১৯ জানুয়ারি):
অর্থনৈতিক দিক থেকে মিশ্র দিন। ঋণ সংক্রান্ত বিষয় এড়ানো উচিত। পরিবারের সঙ্গে সময় কাটান।
কুম্ভ (২০ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি):
বন্ধুদের সঙ্গে সময় কাটাতে পারেন। কর্মক্ষেত্রে নতুন কোনো দায়িত্ব পেতে পারেন। সাফল্য আসবে ধীরে ধীরে।
মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ):
স্বাস্থ্য ভালো যাবে না। মানসিক চাপ থাকলেও ধর্মীয় বা আধ্যাত্মিক কাজে শান্তি পাবেন। সিদ্ধান্তে স্থির থাকুন।