বিজ্ঞাপন
বুধবার, ডিসেম্বর ১৮, ২০২৪
বুধবার, ডিসেম্বর ১৮, ২০২৪

আজকের পুঁজি বাজার (১৮ ডিসেম্বর, ২০২৪)

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

সূচকের পতন দিয়ে শেষ হয় দেশের প্রধান পুঁজি বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন । সপ্তাহের তৃতীয় কার্যদিবসে উত্থান ও পতনের মধ্যে দিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন শুরু হয়। এদিন সকাল দশটায় লেনদেন শুরু হওয়ার কিছু্ক্ষন পরই ডিএসইর মূল্য সূচক ৫ হাজার ২৪০ পয়েন্টে উঠে ।

পরে সূচক নিম্নগামী হতে থাকে। বেলা ১১টার দিকে মূল্য সূচক আজকের দিনের সর্বোচ্চ অবস্থানে অর্থ্যাৎ ৫ হাজার ২৪২.৪৭ পয়েন্টে পৌঁছেছে । দিনে সূচকের সর্বনিম্ন অবস্থান ছিল ৫২০৩.১৯ পয়েন্ট ।দিন শেষে আজকে ডিএসইর অবস্থান হয় ৫২০৮.২১ পয়েন্ট, যা গতকালকের অবস্থানের তুলনায় ১৬.৩৮ পয়েন্ট কম।

মোট লেনদেন :

বুধবার ডিএসইর হাতবদল হওয়া মোট ৪০৩টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৮৫টির। কমেছে ২৬৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৬টি কোম্পানির শেয়ারের দাম । দিন শেষে হাত বদল হওয়া শেয়ারের সংখ্যা ১৩ কোটি ৪৯ লাখ ৪৪ হাজার ৫৫২টি; যার মূল্য ৪০২ কোটি ৪৩ লাখ টাকা ।

লেনদেন হওয়া শেয়ারগুলোর মধ্যে ৯.৮৬ শতাংশ মূল্য বৃদ্ধি পেয়ে প্রথম অবস্থানে রয়েছে মিথুন নিটিং । শেয়ারটি সর্বশেষ ১৫ দশমিক ৬০ টাকা দরে ক্লোজিং হয় । মোট হাতবদল হওয়া শেয়ারের সংখ্যা ৪৪ লক্ষ ১৫ হাজার ২১ টি ।

দর বৃদ্ধির শীর্ষ ১০টি কোম্পানির তালিকায় রয়েছেমিথুন নিটিং, আনোয়ার গ্যালভানইজিং, স্ট্যান্ডর্ড সিরামিকস, পাওয়ার গ্রীড, রবি আজিয়াটা, আলহাজ টেক্সটাইল, দেশ গার্মেন্টস, আইএসএনএলটিডি, মিডল্যান্ড ব্যাংক, প্রিমিয়ার লিজিং ।

দর হারানোর তালিকায় শীর্ষ ১০টি কোম্পানিহিমদ্রী, সাফকোস্পিন,খুলনা প্রিন্টিং, ফ্যামিলি টেক্স, ইনডেক্স এগ্রো, এইচআর টেক্সটাইল, নিউলাইন এবং হামি ।

আজকের লেনদেনের শীর্ষে উঠে এসেছে রবি আজিয়াটার শেয়ার। হাতবদল হওয়া শেয়ারের সংখ্যা ৮৪ লাখ ৫২ হাজার ১৭৭ টি । ৪ হাজার ৬১৫ বার শেয়ারটির লেনদেন হয়। লেনদেনের শীর্ষে থাকা অন্য শেয়ারগুলো হলবিএসসি, অগ্নিসেল, আইবিসি, একমি ল্যাব,অরিওন ইনফিউসন, জিপি, আনোয়ার গ্যালভানাইজিং, ফাইনফুড ও ড্রাগন সোয়েটার লিমিটেড ।

মো. শহিদুর রহমান / এজে / দীপ্ত

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More