বায়ুদূষণের দিক থেকে আজও বিশ্বের শীর্ষ শহরগুলোর তালিকায় রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। শনিবার (৫ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় প্রকাশিত এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) তথ্য অনুযায়ী, ঢাকার একিউআই স্কোর ১৫২, যা বায়ুর মানের দিক থেকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য হয়।
বিশ্বব্যাপী বায়ুদূষণের তালিকায় এদিন শীর্ষ অবস্থানে রয়েছে নেপালের রাজধানী কাঠমান্ডু। শহরটির স্কোর ২১১—অর্থাৎ সেখানকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে। দ্বিতীয় স্থানে ছিল ভারতের দিল্লি এবং তৃতীয় অবস্থানে চীনের উহান। এই তালিকায় ঢাকার অবস্থান নবম।
বিশেষজ্ঞদের মতে, ঢাকার এই দূষণের পেছনে অন্যতম কারণ হিসেবে রয়েছে যানবাহনের ধোঁয়া, নির্মাণকাজের ধুলাবালি, অপরিকল্পিত নগরায়ণ ও শিল্প–কারখানা থেকে নির্গত বর্জ্য। এসব কারণে প্রতিদিনের বাতাসে বিষ ছড়াচ্ছে, যা মানুষের শ্বাসপ্রশ্বাস, হৃদ্যন্ত্র এবং ত্বকের ওপর বিরূপ প্রভাব ফেলছে। এ অবস্থায় সবচেয়ে ঝুঁকিতে রয়েছে শিশু, বয়স্ক ও শ্বাসকষ্ট বা হৃদ্রোগে আক্রান্ত রোগীরা।
বায়ুর মান যাচাইয়ে একিউআই স্কোর ০ থেকে ৫০ এর মধ্যে হলে সেটিকে ভালো, ৫১ থেকে ১০০ পর্যন্ত সহনীয় এবং ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়। ১৫১ থেকে ২০০ পর্যন্ত স্কোরকে সাধারণ সবার জন্য অস্বাস্থ্যকর বলা হয়। ২০১ থেকে ৩০০ হলে বাতাসকে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১ এর বেশি হলে তা বিপজ্জনক পর্যায়ে পৌঁছে যায়।