৩৩
ইসরায়েল আগ্রাসন বন্ধ না করলে জিম্মি মুক্তির বিষয়ে কোনো আলোচনায় যাবে না বলে জানিয়েছে হামাস।
স্থানীয় সময় বৃহস্পতিবার এক বিবৃতিতে এ অবস্থানের কথা জানায় তারা।
এদিকে, ইসরায়েলের সেনারা বেসামরিক ফিলিস্তিনিদের ওপর হত্যাযজ্ঞ চালাচ্ছে বলে অভিযোগ করেছে জাতিসংঘের মানবাধিকার দপ্তর।
অবরুদ্ধ গাজা উপত্যকার ৫ লাখ ৭৬ হাজার ৬০০ জনেরও বেশি মানুষ বিপর্যয়কর ক্ষুধার সম্মুখীন বলে জাতিসংঘের আরেক রিপোর্টে বলা হয়।
আর গাজার সমগ্র জনসংখ্যাই তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় রয়েছে বলে ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন আইপিসি রিপোর্টে বলা হয়েছে।
এসএ/দীপ্ত নিউজ