নওগাঁয় আগ্নেয়াস্ত্রসহ মো. সানোয়ার হোসেন (৫২) নামের এক শীর্ষ ডাকাতকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার (১৩ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে তিনটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড গুলিসহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার সানোয়ার হোসেন ওই গ্রামের মো. ওছমান আলীর ছেলে।
জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মোঃ মোস্তফা জামান জানান, গ্রেফতার সানোয়ার হোসেন এলাকার একজন শীর্ষ ডাকাত। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতি, মাদকসহ একাধিক মামলা রয়েছে। মো. সানোয়ার হোসেন ও তার সহযোগী মো. ফরিদ উদ্দিনসহ ৬/৭ জনের একটি দল বিভিন্ন সময়ে জেলায় সংঘটিত বিভিন্ন ডাকাতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে এমন তথ্যের ভিত্তিতে র্যাব অভিযান চালিয়ে সানোয়ার হোসেনকে গ্রেফতার করে। এসময় তার সহযোগী মো. ফরিদ উদ্দিন পালিয়ে যায়।
এরপর সানোয়ারের দেখানো স্থান থেকে ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে ধামইরহাট থানায় অস্ত্র আইন-১৮৭৮ অনুসারে মামলা করা হয়েছে।
গ্রেফতার সানোয়ার হোসেনকে আদালতের মাধ্যমে মঙ্গলবার দুপুরে কারাগারে পাঠানো হয়েছে।
এমি/দীপ্ত